ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আরও দীর্ঘ পথ পাড়ি দিতে চান তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
আরও দীর্ঘ পথ পাড়ি দিতে চান তামিম ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন ফর্মের তুঙ্গে থাকা তামিম ইকবাল। আরও অনেক দূর যেতে চান বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ। তার চোখে শেখার ও অর্জনের কোনো শেষ নেই। এই তত্ত্বে বিশ্বাসী ২৮ বছর বয়সী এ বাঁহাতি ড্যাশিং ওপেনার।

বিগত কয়েক বছর ধরে বেশ ধারাবাহিক তামিমের ব্যাট। সবশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রানস্কোরার ছিলেন।

চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে করেন ২৯৩। নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে আউট না হলে সেরার আসনে থাকতে পারতেন। পাঁচ ম্যাচে ৩৩৮ রান নিয়ে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেন ভারতের শিখর ধাওয়ান।

গত তিন বছরে তামিমের ব্যাটিং গড় ৫২.১১। ৩৮ ম্যাচে করেছেন ১৭৭২। নিঃসন্দেহে ক্যারিয়ারের এই সময়টা বেশ উপভোগ করছেন তিনি। এক সাক্ষাৎকারে ১৭৩টি ওয়ানডেতে ৫৭৪৩ রানের মালিক বলেন, ‘হয়তো, কিন্তু আমি মনে করি এখনো অনেক কিছু করার বাকি। কোনো সন্দেহ নেই যে আমি গত দুই-তিন বছর ধরে ভালো খেলছি এবং অনেক রান করছি। কিন্তু আমি এখনো বিশ্বাস করি যে আমার আরও অনেক দেওয়ার আছে। ’

দুর্দান্ত ফর্মটা টেনে নিতে চান দশ বছরের অধিক সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তামিম। চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত, ‘দীর্ঘ সময় পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছি এবং এটি কাজে লাগাতে চাই। এখানে শেখার ও অর্জনের কোনো শেষ নেই। আমি এই তত্ত্বের একজন বড় বিশ্বাসী। ’

আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতা ও দলীয় পারফরম্যান্সের দিকটাও তুলে ধরেন তামিম, ‘আমি মনে করি যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তা হলো আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা। অন্য দিকটি হচ্ছে বাংলাদেশ টিমের সাম্প্রতিক সাফল্য। দল হিসেবে আত্মবিশ্বাসী থাকতে পারলে তা নিজের খেলায় ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্য কেউ ভালো খেললে আত্মবিশ্বাসটাও বেড়ে যায়। ’

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ৪ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।