ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কা শিবিরে ইনজুরির থাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কা শিবিরে ইনজুরির থাবা নুয়ান প্রদীপ (ডানে)/ছবি: সংগৃহীত

একমাত্র পেসার নিয়ে খেলার ঝুঁকিটা ‘হিতে বিপরীত’ হলো শ্রীলঙ্কার জন্য! কলম্বোয় দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে বোলিং থেকে ছিটকে গেছেন নুয়ান প্রদীপ। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বাম পায়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়ার আগে দ্বিতীয় নতুন বলে মাত্র চারটি ডেলিভারি দিয়েছেন প্রদীপ। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত মাঠে ফেরেননি।

এ ম্যাচে তার আর খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। এমআরই স্ক্যানের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

সিরিজ বাঁচানোর ম্যাচে মাত্র একজন জেনুইন পেসার নিয়ে মাঠে নামে স্বাগতিক শিবির। প্রদীপের ইনজুরিতে এখন পার্টটাইম বোলার দিমুথ করাণাত্নের ওপর নির্ভরশীলতা বেড়ে যাবে।  বোলিংয়ে ফিট নন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

গলে অনুষ্ঠিত প্রথম টেস্টেও লঙ্কানদের ভুগিয়েছে ইনজুরি। প্রথম ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে হাতের তালুতে চিড় ধরায় ম্যাচই শেষ হয়ে যায় অলরাউন্ডার আসিলা গুনারত্নের। দ্বিতীয় ইনিংসে আঙুলের চোট নিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ স্পিনার হেরাথ। পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি। অবশ্য নিজেকে ফিট ঘোষণা করে দ্বিতীয় টেস্টে খেলছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ৪ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।