ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজকে ওয়ার্নারের শুভকামনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
মোস্তাফিজকে ওয়ার্নারের শুভকামনা মোস্তাফিজকে ওয়ার্নারের শুভকামনা-ছবি:সংগৃহীত

অবশেষে নির্ধারিত সময়েই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দু’দল। আসন্ন এই অস্ট্রেলিয়া সিরিজ ও এরপর দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঢাকা পর্বের কন্ডিশনিং ক্যাম্পের পর চট্টগ্রামে গেছে টিম বাংলাদেশ।

চট্টগ্রাম পর্বের অনুশীলনে যাওয়ার আগে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান একটি ছবি তার নিজস্ব টুইটারে পোস্ট করেন। আর এই ছবিটি রিটুইট করে মোস্তাফিজকে শুভ কামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

সাত দিনের কন্ডিশনিং ক্যাম্পের জন্য চট্টগ্রামের পথে মুস্তাফিজরা, এমনটি জানিয়ে বাংলাদেশ বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, সৌম্য সরকারকে সাথে নিয়ে একটি ছবি টুইটারে পোস্ট করে মুস্তাফিজ লিখেন, ‘আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য সাত দিনের জন্য চট্টগ্রাম যাচ্ছি। ’

পরে মোস্তাফিজের এই টুইটটি রিটুইট করে ওয়ার্নার লিখেন, ‘শুভকামনা চ্যাম্পিয়ন, দ্রুতই দেখা হবে। ’

আগামী ১৮ আগস্ট দুই ম্যাচ টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অজি দল। ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। ‍ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুবাদে ওয়ার্নার ও মোস্তাফিজের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এদিকে আইপিএলের নবম আসরে সানরাইজার্সের হয়ে মোস্তাফিজের অভিষেক হয়েছিল। নিজের প্রথম আসরেই টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মোস্তাফিজ পাশাপাশি দল হয়েছিল চ্যাম্পিয়ন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।