২৭ বছর বয়সী প্যাটিনসন কাঁধের ইনজুরিতে ভুগছেন। ফলে তাকে এই সিরিজ থেকে অব্যাহতি দিয়ে আগামী অ্যাশেজের জন প্রস্তুত হওয়ার নির্দেশনা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত বছরের ডিসেম্বরে শেষ টেস্ট খেলা বার্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন। যেখানে ৩.১৯ ইকোনোমিতে ৩৪টি উইকেট তুলে নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন একবার।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচ না খেলা মিচেল সোয়েপসনকে বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে নেওয়া হয়। দু’মাস আগেই ১৩ সদস্যের দল ঘোষণা করে রেখেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সে সময় বিশ্রাম দেওয়া পেসার মিচেল স্টার্কের জায়গায় কাউকে নেওয়া হয়নি।
অস্ট্রেলিয়ার পরিকল্পনা ছিলো, দক্ষিণ অাফ্রিকায় ‘এ’ দলের সফর থেকে কোনো একজন পেসারকে নিয়ে বাংলাদেশ সফরের স্কোয়াড পূর্ণ করবে। তবে বেতন-ভাতার টানাপোড়নে সেই সফর স্থগিত করেছিলো ‘এ’ দল। কিন্তু এবার কোনো পেসার নয়, বাংলাদেশের কন্ডিশন বিবেচনা করে এক লেগস্পিনার নিল দলটি।
অজি স্কোয়াডে পেসার হিসেবে এখন আছেন জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ড। আর স্পিনে রয়েছেন অ্যাশটন অ্যাগার ও নাথান লিওন ও মিচেল সোয়েপসন।
আগামী ১৮ আগস্ট দুই ম্যাচ টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অজি দল। আর ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।
১৪ সদস্যের অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিওন, গ্লেন ম্যাক্সওয়েল, জ্যাকসন বার্ড, ম্যাথিউ রেনশ, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড।
আরও পড়ুন...অজিদের বাংলাদেশ সফরে যুক্ত হলেন সোয়েপসন
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১৭
এমএমএস