ম্যাচের দ্বিতীয় দিন দুই উইকেট হারিয়ে ৫০ রান তুলে শেষ করেছিল শ্রীলঙ্কা। তবে তৃতীয় দিনের শুরুতেই অশ্বিন, জাদেজা, শামিদের বোলিং তোপে আর মাত্র ১৩৩ রান জোগাড় করতে পারে।
আগের দিনই দুই উইকেট তুলে নেওয়া স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এদিন ক্যারিয়ারের ২৬তম পাঁচ উইকেট শিকারি হন। দুটি করে উইকেট নেন স্পিনার রবিন্দ্র জাদেজা ও পেসার মোহাম্মদ শামি।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে নেমেও ধাক্কা খায় দিনেশ চান্দিমালের নেতৃত্বে শ্রীলঙ্কা। দলীয় ৭ রানে হারায় ওপেনার উপুল থারাঙ্গাকে। ব্যক্তিগত ২ রানে উমেশ যাদবের বলে আউট হন থারাঙ্গা। শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেট হারিয়ে ৬৭ রান করেছে দলটি। ফলোঅন পার করে টার্গেট দিতে এখনও ৩৭২ রান দরকার।
এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে চেতশ্বর পুজারা (১৩৩) ও আজিঙ্গে রাহানের (১৩২) সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৬২২ রানের বিশাল সংগ্রহ করে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১৭
এমএমএস