ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সম্ভাবনা দেখছেন তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সম্ভাবনা দেখছেন তাসকিন অনুশীলনে তাসকিন আহমেদ। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক বছর কাটিয়ে দিলেও তাসকিন আহমেদ টেস্টের জগতে বলতে গেলে এখনো প্রায় নতুন মুখ। সেই তাসকিন এবার স্বপ্নে বিভোর আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে। সুযোগ পেলে রাঙিয়ে দিতে চান এই সিরিজে।

সিরিজ শুরুর আগেই কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শুক্রবার চট্টগ্রামে এসেছে মুশফিক বাহিনী। শনিবার (৫ আগস্ট) থেকেই নগরীর জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে তারা।

অনুশীলনের এক ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন টাইগার পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় সম্ভাবনা দেখছেন তাসকিন, ‘বলতে গেলে অস্ট্রেলিয়া সব ফর্মেটেই বিশ্বের সেরা দল। তারা আমাদের দেশে আসছে। আমরা তাদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। ভালো কিছু করার জন্য সবাই প্রস্তুত হচ্ছে। আল্লাহর রহমতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করার মতো সামর্থ্য আমাদের আছে। ’অনুশীলনে তাসকিন আহমেদঅস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করতে পারলে এটা বড় কিছু হবে মন্তব্য করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ভালো কিছু করতে পারলে এটা হবে আমাদের জন্য বড় অর্জন। এই অভিজ্ঞতা আমাদের সামনের দিকে এগিয়ে নেবে। ’

নিজেদের কন্ডিশনে রিভার্স সুইংকে অস্ত্র হিসেবে মানছেন তাসকিন, ‘রিভার্স সুইং করতে পারাটা হবে বড় অস্ত্র। পাশাপাশি পুরনো বলের কারুকার্যও বাড়াতে হবে। ’

তাসকিন কথা বলেছেন জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে নিয়েও, ‘কোর্টনি ওয়ালশ বিশ্ব ক্রিকেটের একজন লিজেন্ড। টেস্টে তার ৫০০’র ওপর উইকেট। এমন একজন কীর্তিমানের কাছ থেকে কিছু শিখতে না পারাটা হবে দুর্ভাগ্য। তাই সুযোগ পেলেই তার কাছে যাই। শেখার চেষ্টা করি। এর পাশাপাশি তার জীবনাচরণ নিয়েও গল্প শুনি। ’অনুশীলনে টাইগাররাএখন আগের মতো কন্ডিশন নেই উল্লেখ করে তাসকিন বলেন, ‘আগে ইংল্যান্ডের উইকেট মানেই বলা হতো ফাস্ট বোলারদের স্বর্গরাজ্য। ব্যাটসম্যানদের জন্য তেমন কিছু নেই। কিন্তু এখন তা নেই। এখন সেখানেও ব্যাটিং সহায়ক উইকেট হয়। তাই সেক্ষেত্রে আগের মতো অনুশীলন করলে হয় না। এটাই ধরিয়ে দেন বড় বড় কোচরা। ’

সুযোগ পেলে নিজেকে বিলিয়ে দেবেন জানিয়ে তাসকিন বলেন, ‘আমি মাত্র ৪টা টেস্ট খেলেছি। অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকিয়ে আছি। সুযোগ পেলে কাজে লাগাবো। সেশন বাই সেশন হিসেব করে আগাবো। ’

অনুশীলনে ক্যারিবিয়ান লিগ খেলতে যাওয়া সাকিব-মিরাজ আর চোটে পড়া মোসাদ্দেক ছাড়া টেস্ট দলের বাকি সবাই ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।