ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি থামিয়েছে, রোদ ওঠতেই আবার অনুশীলনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
বৃষ্টি থামিয়েছে, রোদ ওঠতেই আবার অনুশীলনে কোচের ক্লাসে মনোযোগ। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: দুপুর ১২টা। চট্টগ্রামের আকাশ থেকে তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে।  ক্রিকেটার-কোচরা সবাই ছুটছেন ড্রেসিংরুমের দিকে।  মাঠকর্মীরা ব্যস্ত উইকেট ঢাকতে।  বৃষ্টির ফোটার আকার বড় থেকে আরও বড় হচ্ছে বটে- কিন্তু তামিম-নাসিরকে নামাতে পারছে না মাঠ থেকে। দুজনই ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত তখনও। অবশ্য বৃষ্টি বাড়লে তারাও চলে যান ড্রেসিংরুমে। ততক্ষণে দুজনের টি-শার্ট ভিজে জবুথবু।

অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল অনুশীলনে কতোটা সিরিয়াস-উপরের ছবিটা তার একটি উদাহরণ মাত্র।

রোববার দ্বিতীয় দিনের মতো জহুর আহমেদ স্টেডিয়ামে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল।

  সকাল থেকে দুপুর পর্যন্ত তামিম, মাহমুদুল্লাহ, নাসির, মোস্তাফিজ, রুবেল, সাকলাইন সজিব, সানজামুল ইসলাম, তাইজুল ইসলামসহ অন্যরা অনুশীলন করেন।   দুপুরের দিকে মুশফিকুর রহিমের নেতৃত্বে মাঠে আসেন মুমিনুল হক, ইমরুল কায়েস, তাসকিন আহমেদসহ দলের বাকি সদস্যরা। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তামিম

দুটি নেটে তিনটি উইকেটের সঙ্গে এবার মূল মাঠের দুটি উইকেটের চারপাশেও নেট লাগিয়ে ব্যাটিং-বোলিং অনুশীলন করছে টাইগাররা।

সকাল থেকেই সেসব নেটে ঘাম ঝরিয়েছেন মাহমুদুল্লাহ, নাসির, সাব্বিরা।   অন্যদিকে বোলিংয়ে আল আমিন, শুভাশিসরা ছিলেন ব্যস্ত।  তামিমও ব্যস্ত ছিলেন ব্যাটিং নিয়ে। লিটন দাশ ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং অনুশীলনও করলেন দীর্ঘক্ষণ। মুমিনুল ও মুশফিক ব্যস্ত অনুশীলনে

দুপুরে তারা ওঠে পড়লে মাঠে নামেন মুশফিকরা।  প্রথমে স্বাভাবিকভাবে ওয়ার্ম আপের পর তারাও শুরু করেন ব্যাটিং-বোলিং অনুশীলন।   কোচদেরও দেখা গেছে সবার প্রতি তীক্ষ্ম নজর রাখতে।  ব্যাটিংয়ে কোনো ভুল ধরা পড়লেই দ্রুত এসে তা ধরিয়ে দিতে দেখা গেছে নতুন ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিলকে তেমনি হেড কোচ হাতুরুসিংহসহ অন্যরাও ছিলেন ব্যস্ত। ব্যাটে-বলে মুশফিক

বোলারদের র্দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন:

তাইজুল ইসলাম, সাকলাইন সজিব, সানজামুল ইসলাম কিংবা রুবেল।  পরিচয়ে তারা সবাই বোলার।   কিন্তু রোববার জহুর আহমেদ স্টেডিয়ামে তারা প্রায় সবাই আধাঘণ্টা ধরে ব্যাট নিয়েই ব্যস্ত ছিলেন।   বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং দিয়েও দলকে যাতে সহযোগিতা করতে পারে সেই লক্ষ্যেই তাদের অনুশীলন করিয়ে গড়ে তোলার চেষ্টা।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল।

তিনি বলেন, ‘বোলার হওয়ায় তারা ব্যাটিংয়ের জন্য তেমন বেশি সময় পায় না।   অনুশীলনেও তারা পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ পান না। কিন্তু আমি অনেক সময় দেখেছি দলের জন্য তারাও বিরাট ভূমিকা রেখেছে।   লোয়ার অর্ডার ব্যাটসম্যানরাও দলের জয়ে ভূমিকা রাখতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।