ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএল খেলার অনুমতি পাচ্ছেন না সাইফরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
বিপিএল খেলার অনুমতি পাচ্ছেন না সাইফরা সাইফ হাসান-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের গত আসরে রাজশাহী কিংসের হয়ে মাঠে নেমেছিলেন টাইগার যুবা অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। নেমেই তার স্পিন ঘূর্ণিতে সকলকে মুগ্ধ করেছিলেন। ধ্রুব ছাড়া বিপিএলের ওই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন আরেক যুবা অলরাউন্ডার সাইফুদ্দিন।

যদিও তাদের খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। কিন্তু চার-ছক্কার টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ একেবারেই নিষ্প্রাণ ছিল না।

কিন্তু দুঃসংবাদ হলো, বিপিএলের এবারের আসরে যুবাদের কেউই অংশ নিতে পারছেন না। কেননা আসছে বছরের জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে বসবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর।

এর আগে এ বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপের লড়াইয়ে সামিল হওয়ার কথা আছে সাইফ হাসান ও তার দলের। ঠিক তখনই আবার ঢাকা ও চট্টগ্রামে চলবে বিপিএলের পঞ্চম আসরের খেলা। গুরুত্বপূর্ণ দুই টুর্নামেন্টকে সামনে রেখে নিরবিচ্ছিন্ন অনুশীলন চালিয়ে যেতে প্লেয়ারদের বিপিএলে অংশগ্রহণ প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে ভেবে টিম ম্যানেজমেন্ট তাদের বিপিএল খেলতে অনুমতি দেয়নি।

আর এতে করে কিছুটা মনক্ষুন্ন মনে হলো যুবা দলের দলপতি সাইফ হাসানকে, ‘বিপিএল যদি খেলার সুযোগ হতো তাহলে খুব ভালো হতো। ওই পরিবেশটা খুব চাপের। কারণ অনেক দর্শক থাকে। আন্তর্জাতিকমানের খেলোয়াড়রা খেলে। ওখানে আমরা কয়েকজন যারা আছি তারা খেলতে পারলে খুব ভালো হতো। ’

রোববার (৬ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে তিনি একথা বলেন।

এদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে এখন মিরপুরে চলছে যুবাদের ক্যাম্প। এরই অংশ হিসেবে চলতি মাসের ১৩, ১৬ ও ১৯ তারিখে হাইপারফরমেন্স দলের বিপক্ষে খেলবে ৩টি প্রস্তুতি ম্যাচ। এরপর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডে।

কেমন চলছে সেই ক্যাম্প জানতে চাওয়া হয়েছিল সাইফের কাছে। উত্তরে সাইফ জানালেন, ‘সব মিলিয়ে খুব ভালো হচ্ছে। স্কিল অনুশীলন হচ্ছে, পাশাপাশি ম্যাচ অনুশীলনও হচ্ছে। আমরা ভালো কাজ করছি। ইনশাল্লাহ আমরা যদি এটা ম্যাচে ব্যবহার করতে পারি তাহলে খুব ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ৬ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।