এই ছবিটির নেতিবাচক অর্থ দাঁড় করিয়ে নিন্দুকেরা সাকিবের নামে ফেসবুকে সমালোচনায় মেতেছেন। কাজের মেয়েকে না খাইয়ে তারা খাচ্ছেন এমন সব কথা বার্তায় রীতিমতো ফেসবুক গরম করে ফেলেছেন।
সাব্বির তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ছবিটি আপনারা হাজার হাজার শেয়ার দিয়েছেন, অ্যাংরি রিয়েক্ট দিয়েছেন। কিন্তু পরের ছবিটা কেউ দেখলেন না। আশা করি নিচের এই ছবিটা দেখার পর সাকিব ভাইয়ের প্রতি আপনাদের ভুল ধারনাটা ভাঙবে। পোষ্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ’তবে, পোস্টটি পরে সরিয়ে নিয়েছেন সাব্বির। ততক্ষণে সাব্বিরের পোস্টটির স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে এই মুহূর্তে দেশের বাইরে আছেন সাকিব। জ্যামাইকা তালায়াশের হয়ে ইতোমধ্যে একটি ম্যাচও খেলে ফেলেছেন এই নাম্বার ওয়ান অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ৬ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি