ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মঈনের হাফসেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
মঈনের হাফসেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড ছবি:সংগৃহীত

মঈন আলীর ঝড়ো হাফসেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে শক্ত অবস্থানে আছে ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংলিশরা আট উইকেট হারিয়ে ২২৪ রান করেছে। যেখানে ইতোমধ্যে টার্গেট দাঁড়িয়েছে ৩৬০ রান।

ওল্ড ট্রাফোডে ইংলিশদের ব্যাটিংয়ে শুরুটা অবশ্য ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলের ব্যাটসম্যানরা।

অধিনায়ক জো রুট ৪৯ করে বিদায় নেন। এক পর্যায়ে ১৫৩ রানে সাত উইকেট পড়ে গেলে হাল ধরেন মঈন। তিনি দিন শেষে ৫৯ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিলো আটটি চার ও তিনটি ছক্কা।

প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ডুয়ান্নে অলিভিয়ার। আর দুটি করে উইকেট নেন মরনে মরকেল ও কাগিসো রাবাদা।

এর আগে ২২০ রানে নয় উইকেট হারানো দ.আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমে ছয় রান যোগ করতেই ইনিংস শেষ হয়। বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।