প্রথমে ব্যাট করে জ্যামাইকা নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে ইনিংসের শেষ বলে সব উইকেট হারিয়ে ১৪২ রান তোলে বার্বাডোস।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানি বোলার সামির বোলিং তোপে পড়ে বার্বাডোস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৬২ রান করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি কাইরন পোলার্ড। সামি চার ওভারে ১২ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন। এছাড়া সাকিব, ক্রিসমার সান্তোকি, ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামস একটি করে উইকেট নেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় জ্যামাইকা। অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা ১২ রানে বিদায় নেন। তবে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নামা ম্যাকার্থি দলের হাল ধরেন। তিনি ৪৪ বলে তিনটি চার ও সমান ছক্কায় ৬০ রান করেন। আর শেষ দিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ঝড়ো ইনিংসে ভালো সংগ্রহ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাকিব ৩২ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থাকেন।
বার্বাডোস বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ওহাব রিয়াজ। আর একটি করে উইকেট পান ওয়েন পারনেল ও রবি রামপাল।
বাংলাদেশ সময়: ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৭
এমএমএস