শাহরিয়ার খানের চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়ে গেছে। আগামী ৯ অাগস্ট হস্তান্তরিত হয়ে যাবে ক্ষমতা।
পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না চাওয়া নিয়ে চূড়ান্ত বিরক্ত পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন যাতে বয়কট করা হয় ভারতকে। এ প্রসঙ্গে বলেন, ‘এখন ইটের বদলে পাটকেল হওয়া উচিৎ। আমাদের ভারতের বিপক্ষে কোনো ইভেন্টে খেলা উচিৎ না, যদি না তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলে। আইসিসি ইভেন্টেও আমাদের ভারতের বিপক্ষে খেলা উচিৎ না। ’
বড়ে মিঁয়া খ্যাত এ তারকার মতে, এভাবে ভারতের কাছে ভিক্ষে চাওয়ার কোনো মানে হয় না। আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘আমরা যদি আইসিসির ইভেন্টে খেলা বন্ধ করে দেই, তারপর যখন আইসিসির ক্ষতি হবে আর টুর্নামেন্টের গুরুত্ব হারাবে তখন হয়তো আমাদের গুরুত্ব দেবে। আমরা সম্মান পাব। ’
শুধু ভারত নয়, আইসিসিও যে পাকিস্তানের সঙ্গে অন্যায় করছে সেটা বলতেও ভোলেননি মিঁয়াদাদ। তার মতে, ভারত-পাকিস্তান দুই দেশই সমান সদস্য। আইসিসি যদি ভারতের মতামত বদলাতে না পারে তা হলে কেন আমাদের থেকে আশা করা হবে আমরা আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে খেলবো।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসির দারস্থ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের কাছে পাওনা সিরিজের ক্ষতিপূরণ হিসেবে ১ বিলিয়ন রুপি দাবি করেছে পিসিবি। আর সেই দাবি মেটাতে বোর্ডের পক্ষ থেকে নাকি অনুমোদনও আদায় করে নিয়েছে তারা। তাতে মামলা দুর্বল হওয়ায় ভারতের থেকে ক্ষতিপূরণ পাওয়ার কোনো আশাই নেই পাকিস্তানের জানিয়েছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৭
এমএমএস