ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বমঞ্চে ভারতকে বয়কটের হুমকি মিয়াঁদাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
বিশ্বমঞ্চে ভারতকে বয়কটের হুমকি মিয়াঁদাদের বিশ্বমঞ্চে ভারতকে বয়কটের হুমকি মিয়াঁদাদের-ছবি:সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের আচরণ আর সহ্য করতে পারলেন না পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। এবার ভারতের বিপক্ষে একরকম যুদ্ধই ঘোষণা করে দিলেন তিনি। ঠিক যেদিন নিজের ব্যর্থতা স্বীকার করে পদ ছাড়লেন পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান শাহরিয়ার খান। সেদিনই এই বার্তা দিলেন মিয়াঁদাদ।

শাহরিয়ার খানের চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়ে গেছে। আগামী ৯ অাগস্ট হস্তান্তরিত হয়ে যাবে ক্ষমতা।

কিন্তু তার আগে তিনি স্বীকার করে নিলেন, তার এই পদে থাকাকালীন সব থেকে বড় ব্যর্থতা, ভারত-পাক সিরিজ করতে না পারা। আর তার পরই জাভেদ মিঁয়াদাদ বলে দিলেন, আইসিসির যেকোনো ইভেন্টেই পাকিস্তানের ভারতকে বয়কট করা উচিৎ।

পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না চাওয়া নিয়ে চূড়ান্ত বিরক্ত পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন যাতে বয়কট করা হয় ভারতকে। এ প্রসঙ্গে বলেন, ‘এখন ইটের বদলে পাটকেল হওয়া উচিৎ। আমাদের ভারতের বিপক্ষে কোনো ইভেন্টে খেলা উচিৎ না, যদি না তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলে। আইসিসি ইভেন্টেও আমাদের ভারতের বিপক্ষে খেলা উচিৎ না। ’ 

বড়ে মিঁয়া খ্যাত এ তারকার মতে, এভাবে ভারতের কাছে ভিক্ষে চাওয়ার কোনো মানে হয় না। আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘আমরা যদি আইসিসির ইভেন্টে খেলা বন্ধ করে দেই, তারপর যখন আইসিসির ক্ষতি হবে আর টুর্নামেন্টের গুরুত্ব হারাবে তখন হয়তো আমাদের গুরুত্ব দেবে। আমরা সম্মান পাব। ’

শুধু ভারত নয়, আইসিসিও যে পাকিস্তানের সঙ্গে অন্যায় করছে সেটা বলতেও ভোলেননি মিঁয়াদাদ। তার মতে, ভারত-পাকিস্তান দুই দেশই সমান সদস্য। আইসিসি যদি ভারতের মতামত বদলাতে না পারে তা হলে কেন আমাদের থেকে আশা করা হবে আমরা আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে খেলবো।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, আইসিসির দারস্থ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের কাছে পাওনা সিরিজের ক্ষতিপূরণ হিসেবে ১ বিলিয়ন রুপি দাবি করেছে পিসিবি। আর সেই দাবি মেটাতে বোর্ডের পক্ষ থেকে নাকি অনুমোদনও আদায় করে নিয়েছে তারা। তাতে মামলা দুর্বল হওয়ায় ভারতের থেকে ক্ষতিপূরণ পাওয়ার কোনো আশাই নেই পাকিস্তানের জানিয়েছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।