ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পুরোপুরি সুস্থ মাশরাফি, মাঠে ফিরবেন শিগগিরই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
পুরোপুরি সুস্থ মাশরাফি, মাঠে ফিরবেন শিগগিরই ছবি: সংগৃহীত

গত শনিবার টাইগাররা যখন চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছিল তখন জাতীয় দলের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজাকে হাসপাতালে যেতে হয়েছিল। তবে, আপাতত পুরোপুরি সুস্থ আছেন টাইগারদের অন্যতম প্রিয় এই তারকা ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

বাংলানিউজকে দেবাশীষ জানান, ‘মাশরাফি এখন পুরোপুরি সুস্থ, তার কোনো সমস্যা নেই। হাসপাতালে গিয়ে যে পরীক্ষাগুলো করা হয়েছে, সেগুলোর রিপোর্টে শঙ্কা জাগানোর মতো কিছু নেই।

সে কিছু রুটিন টেস্ট করিয়েছে। তাতেও কোনো সমস্যা ধরা পড়েনি। এগুলো নিয়ে চিন্তার কিছুই নেই। ’

শনিবার (০৫ আগস্ট) রাজধানীর একটি হাসাপাতালে গিয়েছিলেন ম্যাশ। জানা যায়, শনিবার সকালে কফের সঙ্গে রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান মাশরাফি। সেখানে কিছু টেস্ট করান তিনি। তবে, তাতে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি।

সতর্ক থাকতেই তিনি হাসপাতালে গিয়েছিলেন। তার ফুসফুসের পরীক্ষায় খারাপ কিছু পাওয়া না যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়নি মাশরাফিকে। তবে সতর্কতামূলকভাবে ডাক্তাররা মাশরাফিকে দু-একদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

কলকাতায় সেরা বাঙালি অ্যাওয়ার্ড নিতে এবং মেয়ে হুমায়রাকে চোখের ডাক্তার দেখিয়ে গত বৃহস্পতিবার সকালে ঢাকায় ফেরেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি। গত শুক্রবার (০৪ আগস্ট) চট্টগ্রামে ক্যাম্প করতে টাইগাররা সেখানে গেলেও ঢাকায় থাকছেন ম্যাশ। তার সাথে আরও কয়েক ক্রিকেটার প্রাথমিক স্কোয়াডে থাকলেও চট্টগ্রাম পর্বে অংশ নিচ্ছেন না।

মূলত টেস্ট দলের বাইরে থাকা মাশরাফি চট্টগ্রামের লাল বলের অনুশীলন করবেন না। সেখানে অনুষ্ঠিত তিন দিনের অনুশীলন ম্যাচটিও খেলবেন না তিনি। খুব শিগগিরই ঢাকায় সাদা বলে একাই অনুশীলন চালিয়ে যাবেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৭
এমআরপি/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।