ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চিত মুশফিকের চোখে-মুখে অস্ট্রেলিয়া জয়ের স্বপ্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
রোমাঞ্চিত মুশফিকের চোখে-মুখে অস্ট্রেলিয়া জয়ের স্বপ্ন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর কাটিয়ে দিয়েছেন। কিন্তু এখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা হয়নি অধিনায়ক মুশফিকুর রহিমের। টেস্ট দলের সবচেয়ে সিনিয়র সদস্য মুশফিকের যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা হয়নি সেখানে বাকিদের ক্ষেত্রে-তো তা স্বপ্নের মতো। তবে সেই দুঃখ ঘুচতে যাচ্ছে শীঘ্রই। অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে টেস্ট সিরিজ খেলতে।

তাই স্বাভাবিকভাবে রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক। তবে শুধু সেখানেই পড়ে থাকতে চান না তিনি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করতে চান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলা জাতীয় দলের এক সপ্তাহের অনুশীলন ক্যাম্পের তৃতীয়দিন সোমবার (৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সাদা পোশাকের বাংলাদেশ দলের নেতা।

মুশফিকুর রহিম বলেন, ‘সবার সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে। শুধু অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হয়নি। এখন তারা আসবে বলেছে। এটা আমার ও দলের বাকি সবার জন্য অনেক বড় সুযোগ। আমি খুবই রোমাঞ্চিত। একমাত্র মাশরাফি ভাই ছাড়া কারো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি। আমার টিম তাই এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ’

অস্ট্রেলিয়াকে কঠিন সময় (টাফ টাইম) উপহার দিতে চান মন্তব্য করে মুশফিকুর রহিম বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে ভালো খেললে অস্ট্রেলিয়াকে একটা টাফ টাইম দিতে পারবো। যেটা আমরা হোম সিরিজে ইংল্যান্ডকে দিয়েছি। ’

শনিবার থেকে চট্টগ্রামে শুরু হওয়া এই অনুশীলন ক্যাম্পে ক্রিকেটারদের কঠোর অনুশীলন করার দৃশ্য চোখে পড়ছে নিয়মিত। পাশাপাশি কোচরাও চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না।

সেটিই মনে করিয়ে দিলেন মুশফিক। বললেন, ‘আমরা হার্ট অ্যান্ড সোল (প্রাণপণ) চেষ্টা করছি। সিরিজ শেষে যেনো কোনো আক্ষেপ না থাকে। ’

অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে ভালো কিছু করার টার্গেট সবারই থাকে। সেটি আছে মুশফিকের মনেও। তবে বাংলাদেশ দলনেতা উত্তরটা দিলেন একটু ঘুরিয়ে।

বললেন, ‘অস্ট্রেলিয়া অনেক বড় দল। তারা শুধু হোম সিরিজে নয়, উপমহাদেশেও বেশ ভালো খেলে। বলতে গেলে প্রায় সবখানে ডমিনেট করে। এরকম একটি প্রফেশনাল দলের বিপক্ষে ভালো খেলার জন্য সবার একটি লক্ষ্য থাকে। তবে আমি সব টিমের বিপক্ষেই একই লক্ষ্য নিয়ে মাঠে নামি। আমাকে ভালো করতে হবে-সেটা জিম্বাবুয়ে হোক, কিংবা অস্ট্রেলিয়া। ’

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।