ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ কন্ডিশনে আমিরের ১৮/৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
ইংলিশ কন্ডিশনে আমিরের ১৮/৫ ইংলিশ কন্ডিশনে আমিরের ১৮/৫-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আবার ইংল্যান্ডে ফিরেই চমক দেখাচ্ছেন মোহাম্মদ আমির। কাউন্টি চ্যাম্পিয়নসশিপে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দারুণ পারফর্ম দেখালেন পাকিস্তানের এই ফাস্ট বোলার।

ইয়র্কশায়ার ও এসেক্স চারদিনের ম্যাচ খেলতে মাঠে নামে। তবে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা ইয়র্কশায়ারকে ধ্বংসস্তুপে পরিণত করেন আমির।

বাঁহাতি এ বোলারের দুর্দান্ত বোলিংয়ে ১১৩ রানেই সবকটি উইকেট হারায় স্বাগতিক দলটি।

১১.২ ওভার বল করে চার মেডেন সহ মাত্র ১৮ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন আমির। জবাবে তার দল আট উইকেট হারিয়ে ১৮৮ রান করে। লিড নেয় ৭৫ রানের।

এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন আমির। বিশেষ করে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচজয়ী বোলিং করেন। তুলে নেন ভারতের প্রথমসারির তিন ব্যাটসম্যানকে। আসরটি শেষে আইসিসির সেরা একাদশেও নাম ওঠে তার।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।