ইয়র্কশায়ার ও এসেক্স চারদিনের ম্যাচ খেলতে মাঠে নামে। তবে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা ইয়র্কশায়ারকে ধ্বংসস্তুপে পরিণত করেন আমির।
১১.২ ওভার বল করে চার মেডেন সহ মাত্র ১৮ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন আমির। জবাবে তার দল আট উইকেট হারিয়ে ১৮৮ রান করে। লিড নেয় ৭৫ রানের।
এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন আমির। বিশেষ করে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচজয়ী বোলিং করেন। তুলে নেন ভারতের প্রথমসারির তিন ব্যাটসম্যানকে। আসরটি শেষে আইসিসির সেরা একাদশেও নাম ওঠে তার।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৭
এমএমএস