ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে মাথায় থাকবে টেস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
প্রস্তুতি ম্যাচে মাথায় থাকবে টেস্ট বাংলাদেশ দলের অনুশীলন। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মোট পাঁচ উইকেটে ব্যাটিং-বোলিং প্র্যাকটিস করছে বাংলাদেশ দল। এর মধ্যে তিনটি সাইট মাঠের উইকেট হলেও বাকি দুটি একদম সেন্ট্রাল উইকেট। এ দুটি উইকেটের যেকোনো একটিতে হতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ।

চট্টগ্রাম পর্বের অনুশীলন নিয়ে তাই স্বাভাবিকভাবে বেশ খুশি বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

সোমবার (৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘যে মাঠে খেলবো সেই মাঠের উইকেটে প্র্যাকটিস করতে পারা অনেক বড় সুযোগ।

ঢাকার উইকেটেও আমরা প্র্যাকটিস করেছি। কিন্তু সেটি ছিল নেট কিংবা সাইট ‍উইকেট। কিন্তু যেই উইকেটে টেস্ট খেলবো সেই উইকেটেই অনুশীলন করে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পাওয়া অনেক বড় বিষয়। ’

‘আর এখানকার গরমটাও একটু অন্যরকম। এটার সঙ্গেও মানিয়ে নেওয়া হলো। এছাড়া ঢাকা আর চট্টগ্রামের উইকেটের মাটিরও ভিন্নতা আছে। স্পিনাররা কোন লেংথে হিট করলে রেজাল্ট পাবে-সে বিষয়ে ধারণা পেল। এছাড়া আমরা চট্টগ্রামে খুব কমই খেলি। তাই গত তিনদিনের অনুশীলনে আমি খুবই খুশি। গত ১২ বছরে আমি এরকম অনুশীলন আর দেখিনি। ’ বলেন মুশফিক

প্র্যাকটিস ম্যাচকে সিরিয়াস হিসেবে নেওয়ার কথা জানিয়ে মুশফিক বলেন, ‘এখানে যে প্র্যাকটিস ম্যাচটি আছে সেটিকে আমরা খুবই সিরিয়াস হিসেবে নিচ্ছি। ওই অনুশীলন ম্যাচের ভেতর দিয়েই আমরা টেস্ট ম্যাচ কেমন হবে তা জানতে পারবো।

বারবার বোলিং কম্বিনেশন বদল হয়ে যাওয়ায় ২০ উইকেট তুলে নিতে সমস্যা হয় মেনে মুশফিক বলেন, ‘আমরা খুব কমই টেস্ট ম্যাচ খেলি। একটা টেস্ট খেলে আরেকটা টেস্ট খেলার মধ্যে অনেক বেশি গ্যাপ থাকে। ফলে প্রতিটি টেস্টেই নতুন বোলার চলে আসে। নতুন কারো কাছ থেকে আপনি শুরুতেই ভালো কিছু চাইতে পারবেন না। তবে আমাদের দলে এবার বোলিংয়ে বৈচিত্রতা আছে। মোস্তাফিজ আছে, মিরাজ আছে, তাসকিন আছে। এছাড়া রুবেল, শফিউলসহ অন্য যারা আছে তারা সবাই কয়েক বছর ধরে খেলছে। ফলে সমস্যা হবে না। ’

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।