চট্টগ্রাম পর্বের অনুশীলন নিয়ে তাই স্বাভাবিকভাবে বেশ খুশি বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার (৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘যে মাঠে খেলবো সেই মাঠের উইকেটে প্র্যাকটিস করতে পারা অনেক বড় সুযোগ।
‘আর এখানকার গরমটাও একটু অন্যরকম। এটার সঙ্গেও মানিয়ে নেওয়া হলো। এছাড়া ঢাকা আর চট্টগ্রামের উইকেটের মাটিরও ভিন্নতা আছে। স্পিনাররা কোন লেংথে হিট করলে রেজাল্ট পাবে-সে বিষয়ে ধারণা পেল। এছাড়া আমরা চট্টগ্রামে খুব কমই খেলি। তাই গত তিনদিনের অনুশীলনে আমি খুবই খুশি। গত ১২ বছরে আমি এরকম অনুশীলন আর দেখিনি। ’ বলেন মুশফিক
প্র্যাকটিস ম্যাচকে সিরিয়াস হিসেবে নেওয়ার কথা জানিয়ে মুশফিক বলেন, ‘এখানে যে প্র্যাকটিস ম্যাচটি আছে সেটিকে আমরা খুবই সিরিয়াস হিসেবে নিচ্ছি। ওই অনুশীলন ম্যাচের ভেতর দিয়েই আমরা টেস্ট ম্যাচ কেমন হবে তা জানতে পারবো।
বারবার বোলিং কম্বিনেশন বদল হয়ে যাওয়ায় ২০ উইকেট তুলে নিতে সমস্যা হয় মেনে মুশফিক বলেন, ‘আমরা খুব কমই টেস্ট ম্যাচ খেলি। একটা টেস্ট খেলে আরেকটা টেস্ট খেলার মধ্যে অনেক বেশি গ্যাপ থাকে। ফলে প্রতিটি টেস্টেই নতুন বোলার চলে আসে। নতুন কারো কাছ থেকে আপনি শুরুতেই ভালো কিছু চাইতে পারবেন না। তবে আমাদের দলে এবার বোলিংয়ে বৈচিত্রতা আছে। মোস্তাফিজ আছে, মিরাজ আছে, তাসকিন আছে। এছাড়া রুবেল, শফিউলসহ অন্য যারা আছে তারা সবাই কয়েক বছর ধরে খেলছে। ফলে সমস্যা হবে না। ’
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
টিএইচ/আইএসএ/টিসি