বাংলাদেশ দলের অনুশীলন। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের পছন্দের উইকেট বানিয়ে বুক চিতিয়ে খেলেছে বাংলাদেশ। এবার আসছে অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষেও বাংলাদেশ কাজে লাগাতে চায় হোম অ্যাডভানটেজ। উইকেট চান নিজেদের শক্তি অনুযায়ী।
অধিনায়ক মুশফিকুর রহিমের মুখে এবারও হোম অ্যাডভানটেজ কাজে লাগানোর কথা শোনা গেল।
তিনি বলেন, পিচ যে সবসময় আমাদের হেল্প করেনি তা নয়।
পিচ অনেক সময় আমাদের হেল্প করেছে। কিন্তু সত্যি কথা হলো আমরা সেটা কাজে লাগাতে পারিনি। তবে গত দুই বছর ধরে আমরা ঘরের মাঠে সেই সুযোগ তৈরি করতে পারছি। কারণ এখন আমাদের কিছু ট্যালেন্টেড ব্যাটসম্যান-বোলার আর অলরাউন্ডার আছে। যারা কিনা ম্যাচ বের করে আনতে পারে। তাই আমার মনে হয় এটাই রাইট টাইম অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার। এখন আমাদের শুরুটা ভালো করতে পারলে আর সবাই ফিট থাকলেই হলো। ’
টিমের পরিবর্তনের পেছনে সাকিব তামিম ও মাশরাফির কথা উল্লেখ করে মুশফিক বলেন, ‘আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তামিম-সাকিব আছে। মাশরাফি ভাই, রিয়াদ ভাই আছেন। এদের দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশেষ করে সিনিয়ররা যখন ভালো করেন তখন জুনিয়ররাও সেখান থেকে অনুপ্রেরণা পান। ’
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
টিএইচ/আইএসএ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।