ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে অরিজিতের সঙ্গে শিল্পা ‍বা কারিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
বিপিএলে অরিজিতের সঙ্গে শিল্পা ‍বা কারিনা অরিজিৎ সিং, শিল্পা শেঠি ও কারিনা কাপুর/ছবি: সংগৃহীত

স্বনামধন্য দেশি-বিদেশি শিল্পীদের সুরেলা কণ্ঠ এবং লেজার লাইটের বর্ণালী আলোয় জমকালো আয়োজনে বিপিএলের প্রথম আসরে উদ্বোধনী অনুষ্ঠান দেখা গেলেও সময় স্বল্পতার কারণে চতুর্থ আসরে কোন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। তাই পঞ্চম আসর দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের হারানো জৌলুস ফিরিয়ে আনতে চাইছে তারা।

দেশি, বিদেশি শিল্পী তো বটেই এবারের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন সংযোজন হিসেবে থাকছে সার্কাস অথবা ভারতীয় কোন ডান্স গ্রুপের অংশগ্রহণ। সোমবার (৭ আগস্ট) গুলশান নিজ কার্যালয়ে সংবাদ মাধ্যমকে এমনটিই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।

উদ্বোনী অনুষ্ঠান নিয়ে দেশি শিল্পীদের ব্যাপারে শেখ সোহেল যখন বলছিলেন তখন এতটুকু নিশ্চিত হওয়া গেছে অখ্যাত কেউ নয়, বরং দেশে ও দেশের বাইরে বাংলোদেশের যে সকল শিল্পীরা আপন মহিমায় উজ্জ্বল তাদের নিয়েই মঞ্চ আলোকিত করা হবে।

‘বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে এবার আমরা বড় করে উদ্বোধনী অনুষ্ঠান করতে চাই। বাংলাদেশ থেকে যেমন; রুনা লায়লা আপা, সাবিনা ইয়াসমিন আপা ও মমতাজ আপার সাথে আমরা কথা বলবো। ’

বিদেশি শিল্পীদের ব্যাপারেও তার ভাবনার জায়গাটি অন্যরকম মনে হলো। মঞ্চে এসে দুটি গান গেয়েই পারফরম্যান্স শেষ; বিপিএল গভর্নিং কাউন্সিল এমন ভাবনা থেকে বেরিয়ে এসেছে। ন্যূনতম ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা মঞ্চ মাতাবে এমন কাউকে তারা খুঁজে বের করেছে। আর সেই তালিকায় অরিজিৎ সিং ইতোমধ্যোই সংযোজিত হয়েছেন।

‘ভারত থেকে ইতোমধ্যেই অরিজিতের (অরিজিৎ সিং) সাথে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর ও শিল্পা শেঠির সাথে যোগাযোগের চেষ্টা করছি। আপনারা জানেন যেহেতু এরা বলিউড তারকা তাই এদের অনেক ব্যস্ত সূচি থাকে। এদের শিডিউল পাওয়াটা আমাদের জন্য খুবই কঠিন। ’

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমসোহেল আরও যোগ করেন, ‘আমাদের যে তারিখ এই তারিখে ক্যাটরিনা কাইফ ও কারিনা কাপুরের শিডিউলে কিছুটা সমস্যা আছে। আমি গতকাল রাত দেড়টা পর্যন্ত কারিনা কাপুরের ব্যক্তিগত সহকারীর সাথে কথা বলেছি। ও আমাকে বলেছে আমি তোমোকে দুই দিনের মধ্যে জানাবো যে আমরা এই তারিখে পারবো কী না। দুই একদিনের মধ্যে কারিনা কাপুরের বিষয়ে নিশ্চিত হতে পারবো। ’

তবে কারিনাকে পাওয়া না গেলে তার বিকল্প হিসেবে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাবনায় আছেন শিল্পা শেঠি, ‘ক্যাটরিনাকে আমরা পাচ্ছি না। আর কারিনাকে না পেলে তার বিকল্প শিল্পা শেঠি। কারিনা না বললে অরিজিত ও শিল্পাকে নিয়ে বাইরের প্রসঙ্গটা করতে চাই। ’

বিগত আসরগুলোতে উদ্বোধনী অনুষ্ঠানে লেজার শো নিত্তনৈমত্তিক হয়ে দাঁড়িয়েছিল। বিপিএলকে আরও আকর্ষনীয় করে তুলতে এই আসরে সার্কাস আয়োজনের কথা ভাবছে গভর্নিং কাউন্সিল।

‘প্রতিবারের মতো এবারও আমরা নতুনত্ব দিতে চেষ্টা করবো। আমরা একটি চাইনিজ সার্কাস কোম্পনির সাথে যাগাযোগের চেষ্টা করছি। উদ্বোধনী অনুষ্ঠানটা পরিচ্ছন্নভাবে শেষ করতে চাই। গান বাজনার সাথে ভিন্ন একটা জিনিস যেমন গতবছর আমরা লেজার শো করেছিলাম। বা এমনও হতে পারে ভারতের একটি ডান্স গ্রুপের সাথে কথা বলে ৩০ মিনিটের একটা ডান্স শো আয়োজন করলাম। বিপিএল করলেই হবে না, আকর্ষণীয় করতে হবে। তাতে করে মানুষের আকর্ষণও বাড়বে। ’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩১ অক্টোবর মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্টিত হবে বিপিএলের পঞ্চম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি। আর মাঠে খেলা গড়াবে ২ নভেম্বর থেকে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ৭ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।