ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সুলভ মূল্যেই মিলবে বিপিএল টিকিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
সুলভ মূল্যেই মিলবে বিপিএল টিকিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

৩১ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের পর ২ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিলের হাতে সময় আছে দুই মাসেরও বেশি। তা সত্বেও এখনই বিপিএল আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে গভর্নিং কাউন্সিল।

নির্বিঘ্নে পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কর্মকর্তারা এরই মধ্যে সভা করেছেন। ভাবনায় রেখেছেন টিকিটিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও।

বিপিএলের গেল আসরে টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ২০০ টাকা। পূর্ব গ্যালারির দর্শকদের জন্য ওই দাম নির্ধারণ করেছিল গভর্র্নিং কাউন্সিল। কিন্তু দর্শকরা এবারের বিপিএলের টিকিট কিছুটা সুলভ মূল্যে কিনতে পারবেন বলে জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।       

সোমবার (৭ আগস্ট) গুলশানে নিজ কার্যালয়ে তিনি জানান, ‘টিকিটিং নিয়ে এবার আহামরি কিছু হবে না। যে মূল্য থাকবে তা সবার কেনার সামর্থ্যের মধ্যেই থাকবে। আমরা চাই এবারের বিপিএল যাতে সবাই দেখতে পারে। হয়তো গ্যালারি ২০০, ৩০০ বা ১০০ টাকা থাকবে, এর উপরে যাবে না। আবার ৫০ টাকাও করা যাবে না। ন্যূনতম একটা মান বজায় রাখার চেষ্টা করবো। ’ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)এসময় শেখ সোহেল কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানের শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েও। বিগত বছরগুলোতে দেখা যেত উদ্বোধনী অনুষ্ঠান শুরুর পরে টিকিট পাওয়া দর্শকরা যখন প্রবেশ করতো তখন তাদের সাথে টিকিট নেই এমন দর্শকদের অনুপ্রবেশ ঘটতো। ফলে পুরো অনুষ্ঠান জুড়ে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করতো। ঠিক এই বিষয়টিই বিপিএল গভর্নিং কাউন্সিলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এবারের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট প্রাপ্তরা বিকেল ৫টার পর কোনোভাবেই মাঠে প্রবেশের অনুমতি পাবেন না বলে সাফ জানিয়ে দিলেন সোহেল।

সোহেল জানান, ‘প্রতি আসরেই আমরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করি। আমরা একটি ঘোষণা দিয়ে দেই যে ৫টার সময় গেট বন্ধ করে দেব। অনেকেই দেখা যায় ৬টার সময় এসে ঢোকার জন্য চেচামিচি করে। তার জন্য আমরা যদি ৬টায় গেট খুলতে যাই তখন দেখা যায় যারা টিকিট ছাড়া বাইরে থাকে তারা ঢুকে পড়ে এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। এই সমস্যা এড়াতে এবার ৫টার সময় গেট বন্ধ করে দেব। এরপরে যারা আসবে তাদের ঢুকতে দেয়া হবে না, হাতে টিকিটি থাকলেও না। ’

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ৭ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।