ডি ভিলিয়ার্সকে টেস্টে ফেরাতে রাজি করানোর জন্য বোর্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন প্রোটিয়াদের সাবেক তারকা অলরাউন্ডার। পোলকের চোখে দলের স্বার্থেই ১০৬ টেস্টে ৮০৭৪ রানের মালিক এবি’কে এ ফরমেটে ফিরে আসতে হবে।
গত বছরের বেশিরভাগ সময়ই ইনজুরির কারণে সাইডলাইনে থাকতে হয়েছে। তাই লাল বল থেকে বিশ্রামে ৩৩ বছর বয়সী ডি ভিলিয়ার্স। কিন্তু দীর্ঘ বিরতিই উদ্বেগের জন্ম দিচ্ছে। টেস্ট থেকে আবার অবসরের ঘোষণা দেবেন না তো এবি!
এক সাক্ষাৎকারে পোলক বলেন, ‘আমি মনে করি তাদের (ক্রিকেট বোর্ড) অবশ্যই ডি ভিলিয়ার্সকে বোঝানোর চেষ্টা করা উচিৎ। এমনকি তা বড় দু’টি বড় সিরিজের (ভারত ও অস্ট্রেলিয়া) জন্য ছয় মাসের জন্য হলেও। তার নিজেকে প্রস্তুত রাখা প্রয়োজন। এরপর পরবর্তী ধাপ হবে টপঅর্ডারে ধারাবাহিক কাউকে খোঁজার চেষ্টা করা। আমি মনে করি দক্ষিণ আফ্রিকানদের জন্য এ দু’টিই বড় চ্যালেঞ্জের। ’
ইংল্যান্ড সফর শেষে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি হোম সিরিজ আয়োজন করবে দ. আফ্রিকা। ইংল্যান্ডের মাটিতে তাদের সামনে চার ম্যাচের টেস্ট সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। ২-১ এগিয়ে স্বাগতিকরা। ম্যানচেস্টারে চলছে চতুর্থ ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা। যেখানে জয় নিয়ে সমতায় ফিরতে টার্গেট ৩৮০।
আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করবে টাইগাররা। দু’টি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। বছরের শেষদিকে ভারতকে আতিথ্য দেবে প্রোটিয়ারা। আগামী বছরের মার্চ-এপ্রিলে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ৭ আগস্ট, ২০১৭
এমআরএম