সংক্ষিপ্ত স্কোর:-
ইংল্যান্ড : ৩৬২ ও ২৪৩
দক্ষিণ আফ্রিকা : ২২৬ ও ২০২
শেষ ম্যাচে বড় ব্যবধানের এই জয়ে মঈনেরই কীর্তি বেশি। প্রোটিয়াদের শেষ ইনিংসে পাঁচ উইকেট নেন।
এদিকে নতুন অধিনায়ক জো রুটের অধীনে শুরুটা ভালোই করলো ইংল্যান্ড। পাশাপাশি ১৯ বছর পর নিজ দেশের মাটিতে দ.আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো ইংলিশরা। সর্বশেষ ১৯৯৮ সালে সিরিজে জয় পেয়েছিলো দলটি।
ইংল্যান্ডে দীর্ঘ সফরটাও বাজে কাটলো দ.আফ্রিকার। ওয়ানডে সিরিজ, টি-টোয়েন্ট, চ্যাম্পিয়নস ট্রফির পর টেস্ট সিরিজেও হারলো ফাফ ডু প্লেসিসের নেতৃত্ব দলটি।
ওল্ড ট্রাফোডে একদিন হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। সোমবার ৮ উইকেটে ২২৪ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। এদিন নিজেদের ইনিংস খুব একটা বড় করতে পারেনি তারা। ১৯ রান যোগ করতেই শেষ দুটি উইকেট হারায় তারা।
স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে ইংল্যান্ডকে ২৪৩ রানে গুটিয়ে দেন মর্নে মর্কেল। মইন অপরাজিত থাকেন ৭৫ রানে। তার ৬৬ বলের ইনিংসটি গড়া ৯টি চার আর তিনটি ছক্কায়।
প্রথম ইনিংসে ১৩৬ রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা পায় ৩৮০ রানের লক্ষ্য। তার ধারে কাছেও যেতে পারেনি ফাফ দু প্লেসির দল। চা-বিরতির পরপরই গুটিয়ে যায় ২০২ রানে।
দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা। আর তাকে কিছুটা সঙ্গ দেন অধিনায়ক ডু প্লেসিস। তিনি ৬১ রান করেন। স্পিনার কেশব মাহারাজের ২১ ছাড়া আর কেউই ২০ রান করতে পারেননি।
ডানহাতি স্পিনার মঈন ১৯.৫ ওভার বল করে ৬৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন। ঘরের মাঠে খেলা অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন তিন উইকেট লাভ করেন।
ম্যাচ সেরা হয়েছেন মঈন আলী। তবে সিরিজ সেরা মঈনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৭
এমএমএস