ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা দ্বিতীয় ম্যাচে মিরাজদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
টানা দ্বিতীয় ম্যাচে মিরাজদের জয় টানা দ্বিতীয় ম্যাচে মিরাজদের জয়-ছবি:সংগৃহীত

টানা দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ‍অব্যাহত রইলো ত্রিনবাগো নাইট রাইডার্সের। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে চার উইকেটের জয় তুলে নিল ত্রিনবাগো। তবে এ ম্যাচেও সুযোগ পাননি বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

পোর্ট অব স্পেনে প্রথমে ব্যাট করা স্টারস নির্ধারিত ২০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ১৫.৪ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২০ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় শাহরুখ খানের দল।

১১৯ রানের স্বল্প টার্গেটে খেলতে নেমে ত্রিনবাগে অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে সপ্তম উইকেট জুটিতে পাকিস্তানের শাহদাব খান ও জেভন স্কেন্টলেবুরি-সেয়ালেসের ৪৫ রানের জুটিতে জয় সহজ হয়। শাহদাব ৩৩ বলে একটি চার ও একটি ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন। আর স্কেন্টলেবুরি-সেয়ালেস ২০ বলে দুটি চার ও সমান ছক্কায় ২৭ রান করে অপরাজিত থাকেন। স্টারসের বোলার শেন শিলিংফোর্ড চার উইকেট নিয়ে খেলা জমিয়ে তুললেও লাভ হয়নি।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিনবাগো বোলারদের দাপটে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে স্টারস ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৪৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৪০ করেন আন্দ্রে ফ্লেচার। এছাড়া ২৫ রান করেন অধিনায়ক ড্যারেন স্যামি।

ত্রিনবাগো বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান কেভিন কুপার। দুটি উইকেট তুলে নেন অধিনায়ক ডোয়েন ব্রাভো। ভালো বল করে একটি করে উইকেট লাভ করেন খারে পিয়েরি, শাহদাব ও সুনিল নারিন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।