ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরকে চ্যালেঞ্জ মানছেন চ্যাপেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
বাংলাদেশ সফরকে চ্যালেঞ্জ মানছেন চ্যাপেল বাংলাদেশ সফরকে চ্যালেঞ্জ মানছেন চ্যাপেল-ছবি:সংগৃহীত

অবশেষে বহুল প্রতিক্ষিত অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর হচ্ছে। চলতি আগস্টের শেষ দিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এই সিরিজটি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। যেখানে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তার মতে, অস্ট্রেলিয়ার জন্য কঠিন সফর হতে যাচ্ছে এটি।

১৮ আগস্ট বাংলাদেশে আসবে অজিরা। আর সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা।

পরে ২৭ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।

বাংলাদেশ দল এখন শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটেই ভালো খেলে না, সাদা পোশাকেও সম্প্রতি নিজেদের সেরাটাই দেখিয়েছে টাইগাররা। ঘরের মাঠে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মাটিতে তাদেরই বিপক্ষে টেস্ট জয় আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে। টাইগাররা মনে করে অজিদের হারানোর সামর্থ্য আছে তাদের। জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের লক্ষ্য তো হোয়াইটওয়াশই।

টেস্টে বাংলাদেশ উন্নতি করেছে বলে মনে করেন অজি কিংবদন্তি ইয়ান চ্যাপেল, ‘অনেক কঠিন একটা সফর হবে। আমি মনে করি না যে তারাও এটি ছাড়া অন্য কিছু বিশ্বাস করে। ’

কঠিন হওয়ার কারণ হিসেবে চ্যাপেল চিহ্নিত করেছেন কন্ডিশন ও গত এক-দেড় বছরে টেস্টে বাংলাদেশের ব্যাপক উন্নতিকে। তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রলিয়ার  ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেটারদের মাঝে বেতন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তার তেমন প্রভাব থাকবে না বলে মনে করেন চ্যাপেল।

তিনি আরও বলেন, ‘দেনা-পাওনার বিতর্কের কারণে সফরটা খুব কঠিন হবে তা নয়, এটা কঠিন হবে বাংলাদেশের কন্ডিশনের জন্য এবং গত দেড় বছর বাংলাদেশ সত্যি উন্নতি করেছে। ’

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।