ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মৃত সিরিজে বিশ্রামে হেরাথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
মৃত সিরিজে বিশ্রামে হেরাথ মৃত সিরিজে বিশ্রামে হেরাথ-ছবি:সংগৃহীত

ভারতের বিপক্ষে পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথকে। কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টের মাঝে ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। হেরাথ এবং ইনজুরির কারণে ছিটকে পড়া নুয়ান প্রদীপের জায়গায় দু’জনকে নেওয়া হবে স্কোয়াডে।

যদিও হেরাথের বর্তমানে কোনো ইনজুরি সমস্যা নেই। তবে গত তিন সপ্তাহ কঠোর পরিশ্রম করেছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৭১ ওভার বল করেছিলেন। আর ভারতের বিপক্ষে দুই টেস্টে করেছেন ৯০ ওভার। বয়স ও আগামীতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে বিবেচনা করেই অভিজ্ঞ এ স্পিনারকে বিশ্রাম দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কান টেস্ট দলে অন্যতম ভরসার নাম হেরাথ। তার বদলে সিনিয়র স্পিনারের মধ্যে আছেন দিলরুয়ান পেরেরা। এছাড়া স্কোয়াডে মিলিন্দা পুষ্পাকুমারা ও লাকসান সান্দাকান রয়েছেন। আর তৃতীয় লঙ্কান হিসেবে সিরিজ থেকে বাদ পড়লেন হেরাথ। এর আগে আসেলা গুনারত্নে ও প্রদীপ ইনজুরিতে ছিটকে গেছেন।

আগামী ১২ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। তবে এই সিরিজটি এখন মৃত। কেননা ভারত ইতোমধ্যে ২-০তে সিরিজ জিতে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।