ভারতের রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাথান লায়ন, স্টিফ ও’কিফ স্পিনে ভালোই করছেন। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, ইংল্যান্ডের মঈন আলি, আদিল রশিদ, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের ইয়াসির শাহ, শাদাব খান, ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ, ইমরান তাহিররা দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন।
স্পিনারদের বর্তমান পারফরমেন্সের উপর তৈরি করা ভারতের সংবাদমাধ্যম ‘স্পোর্টসকিডা’র বিশেষ প্রতিবেদনের তালিকায় জায়গা করে নিয়েছেন মিরাজ। টাইগার এই স্পিনার ছাড়াও শীর্ষ পাঁচ স্পিনারের তালিকায় রয়েছেন দিলরুয়ান পেরেরা, রবিচন্দ্রন অশ্বিন, মঈন আলি আর নাথান লায়ন।
মিরাজকে নিয়ে প্রতিবেদনে লেখা হয়েছে, ২০১৬ সালে বাংলাদেশ সফরে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল স্বাগতিকদের নতুন আবিস্কার মিরাজ। নিজের অভিষেক টেস্টেই দারুণ সম্ভাবনাময় মিরাজ প্রথম ইনিংসে ৮০ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন একটি উইকেট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮২ রানের বিনিময়ে নিয়েছেন ৬টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ৭৭ রান খরচায় আরও ৬টি উইকেট দখল করেন। স্পিনারদের রাজত্বেও যেটা দেখা যায়নি মিরাজ সেটি করেছেন। বিশ্ব ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে অভিষেকের দুই ম্যাচে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজের দুই ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন মিরাজ। মিরাজ প্রসঙ্গে তারা আরও লিখেছে, ‘২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বাগতিক বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই তরুণ তারকা। তার দুর্দান্ত নেতৃত্বে বাংলাদেশ সেমি ফাইনালে খেলেছিল। মিরাজ ব্যাট হাতে একজন টেল এন্ডার। কিন্তু, প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন। টেস্টে একটি হাফ সেঞ্চুরিও আছে তার। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের হয়ে দারুণ খেলেছেন মিরাজ। লঙ্কানদের কলম্বো টেস্টে হারায় বাংলাদেশ। ৭ টেস্ট থেকেই মিরাজের ঝুলিতে ৩১.৮০ গড়ে ৩৫ উইকেট। তরুণ এই ক্রিকেটার ভবিষ্যতে আরও বড় কিছু করার ইঙ্গিত দিচ্ছে। ’
সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বর্তমানে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন মিরাজ।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৭
এমআরপি