ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দুবাই পাবে ডে-নাইট টেস্টের আরেকটি আমেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
দুবাই পাবে ডে-নাইট টেস্টের আরেকটি আমেজ ছবি: সংগৃহীত

নিজেদের দেশে নিতে না পেরে দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। টেস্ট ম্যাচে দুই দল মুখোমুখি হবে গোলাপি বলে। ফলে, দুবাই পেতে চলেছে ডে-নাইট টেস্টের আরেকটি আমেজ।

পাকিস্তানের দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাবে রাজী হয়েছে লঙ্কানরা। এটা হবে পাকিস্তানের দ্বিতীয় ডে-নাইট টেস্ট।

এর আগে দুবাইয়েই ডে-নাইট টেস্ট খেলেছিল পাকিস্তানিরা। গত বছর প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, জয় পেয়েছিল পাকিস্তান।

নিজেদের মাটিতে দুই টেস্ট, পাঁচ ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব করেছিল পাকিস্তান। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি শ্রীলঙ্কা। অবশেষে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলতে রাজী হয় লঙ্কানরা। পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘দুবাইয়ে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি টেস্ট লাল বলের পরিবর্তে হবে গোলাপি বলে। ডে-নাইট টেস্টের প্রস্তাব আমরাই দিয়েছিলাম। দুই পক্ষই তাতে সম্মতি দেয়। কারণ, দুই দেশের বোর্ডই বিশ্বাস করে ভিন্ন কিছু করে মাঠে দর্শক টানতে। আশা করি টেস্ট ফরমেটে দারুণ কিছু পাবে দুবাইয়ের দর্শকরা। ’

তিনি আরও যোগ করেন, ‘ম্যাচের সূচি এখন দুই বোর্ড চূড়ান্ত করতে পারেনি। তবে শ্রীলঙ্কা অনুরোধ জানিয়েছে অক্টোবরের পরিবর্তে সিরিজটি যেন সেপ্টেম্বরের শেষে শুরু হয়। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। পাকিস্তান সিরিজের পরে লঙ্কানদের ভারত সফরে যাবার কথা রয়েছে। সে কারণেই পাকিস্তানের বিপক্ষে সিরিজটি কিছুটা এগিয়ে আয়োজনের অনুরোধ জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ’

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষেও একটি ডে-নাইট টেস্ট খেলেছিল পাকিস্তান। সেবার ব্রিসবেনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান খেলোয়াড়দের বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আইসিসি। কোনো টেস্ট খেলুড়ে দল এখনও সেখানে সফর করেনি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।