ফলে, বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই ১২ বিদেশি খেলোয়াড় দলে টানলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবারের আসরে সর্বোচ্চ ৫ জন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন প্রতি ম্যাচে।
ব্যাটে-বলে দারুণ কার্যকর ডেলপোর্টকে নিয়ে ঢাকা ডায়নামাইটস জানায়, ‘বাঁহাতি ব্যাটিং অথবা ডানহাতি মিডিয়াম পেস বোলিং- ক্যামেরন ডেলপোর্ট নিজস্ব স্টাইলেই সব করতে পারে। ’
এখনো আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও স্বীকৃতি টি-টোয়েন্টি চেনা মুখ ডেলপোর্ট। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্স, অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে সিডনি থান্ডার, ইংলিশ কাউন্টিতে লেস্টারশায়ার এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন এই তারকা অলরাউন্ডার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২৩ ম্যাচে ১টি সেঞ্চুরি এবং ১৫টি হাফসেঞ্চুরির সাহায্যে ডেলপোর্ট করেছেন ১ হাজার ৭৬০ রান। বল হাতে উইকেট নিয়েছেন ৪৩টি। প্রথমশ্রেণির ম্যাচ খেলেছেন ৬১টি আর লিস্ট ‘এ’ ক্যারিয়ারে খেলেছেন ১০২টি ম্যাচ। প্রথমশ্রেণির ম্যাচে ৩টি আর লিস্ট ‘এ’ ম্যাচে দুটি সেঞ্চুরি আছে তার দখলে।
এছাড়া, বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসে খেলবেন জিম্বাবুয়ের তারকা ও দলপতি গ্রায়েম ক্রেমার। এর আগে ঢাকায় যোগ দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। এর আগের আসরে তিনি খেলেছিলেন চিটাগং ভাইকিংসে। ঘর গোছানো শুরু করে দেওয়া গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস তারও আগে পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনীল নারাইন এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসনকে দলে টেনেছে। গত আসরে ডাইনামাইটসে খেলা লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারাকেও রেখে দিয়েছে ঢাকা ডায়নামাইটস।
সাকিব আল হাসানের নেতৃত্বে বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডাইনামাইটস। এবারো দলের আইকন হিসেবে থাকছেন সাকিব। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান এভিন লুইস, রনসফোর্ড বিটন, রভম্যান পাওয়েল, শ্রীলঙ্কার তারকা নিরোশান ডিকওয়ালা, আসেলা গুনারত্নে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৭
এমআরপি