ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা টিমে ফিরলেন রত্নায়েকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
শ্রীলঙ্কা টিমে ফিরলেন রত্নায়েকে ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পেসার রুমেশ রত্নায়েকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। ন্যাশনাল টিমে চম্পকা রামানায়েকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বিবৃতিতে বলা হয়, ‘ফাস্ট বোলিংয়ের হেড কোচ হিসেবে রুমেশ রত্নায়েকের নাম ঘোষণা করতে পেরে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) উচ্ছ্বসিত। ন্যাশনাল হাইপারফরমেন্স প্ল্যানের সংযোগ হিসেবে ন্যাশনাল পেস বোলিং প্রোগ্রাগের প্রধান থাকবেন, প্রতিভা বাছাইয়ে নেতৃ্ত্ব দেবেন, স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন।

শ্রীলঙ্কা দলের সঙ্গে রত্নায়েকের কাজের অভিজ্ঞতা এবারই প্রথম নয়। ২০০১ সালে জাতীয় দলের অ্যাডমিনিস্ট্রেটিভ টিম ম্যানেজার হয়েছিলেন। ২০০৭ সালে অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পান। ২০১১ সালে শ্রীলঙ্কার প্রধান কোচের ভূমিকায় নাম লেখান। কোচিং তার সবশেষ হাইপ্রোফাইল কোচিং পজিশন দেখা যায় ২০১৫ বিশ্বকাপে। চামিন্দা ভাসের সঙ্গে অতিরিক্ত পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।

১৯৮৫ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ৯ উইকেট শিকারে ইতিহাসের পাতায় জায়গা করে নেন রত্নায়েকে। তার দুর্দান্ত বোলিংয়ে টিম ইন্ডিয়াকে প্রথমবারের টেস্ট সিরিজে হারানোর স্বাদ পায় লঙ্কানরা। তিন ম্যাচের সিরিজটি ১-০ তে (দুই ম্যাচ ড্র) জিতে নেয় স্বাগতিকরা। রত্নায়েকে ২০টি উইকেট নিয়েছিলেন।

ইনজুরির কারণে ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি রত্নায়েকে। ইনিংসে তার সেরা বোলিং ফিগার ৬/৬৬। ২৩ টেস্টে ৭৩টি উইকেট লাভ করেছেন। ওয়ানডেতে ৭০ ম্যাচে নেন ৭৬টি।

এদিকে, সময়টা মোটেও ভালো যাচ্ছে না লঙ্কান শিবিরের। ভারতের কাছে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছে তারা। কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫৩ রানের ব্যবধানে হারের লজ্জায় ডুবতে হয়েছে।  মৃত সিরিজে বিশ্রামে হেরাথ

পাল্লেকেলেতে মান বাঁচানোর তৃতীয় টেস্ট (১২ আগস্ট শুরু)  সামনে রেখে দলকে উজ্জীবিত করতে অনুপ্রেরণাদায়ক সেশন করেছে এসএলসি। সাবেক টেস্ট গ্রেট অরভিন্দ ডি সিলভা বলেছেন, সমালোচনায় কান না দিয়ে ম্যাচের জন্য প্রস্তুত হতে।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ৮ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।