ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পরিবর্তে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
বাংলাদেশের পরিবর্তে জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই! ছবি: সংগৃহীত

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। তাই বাংলাদেশে বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও সেটি অন্যত্র সরে যাচ্ছে। আগেই এমন আভাস পাওয়া গিয়েছিল। আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে জিম্বাবুয়ে।

এছাড়াও আইসিসির বিবেচনায় রয়েছে সংযুক্ত আরব এবং যৌথভাবে ইভেন্টটি আয়োজনে ইচ্ছুক স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষা।

আগামী বছরের জুলাই-আগস্টে ১০ দলের অংশগ্রহণে মাঠে গড়াবে বিশ্বকাপ বাছাই আসর। শীর্ষ দু’টি টিম পাবে মূল পর্বের টিকিট।

স্বাগতিক ইংল্যান্ডসহ ওয়ানডের শীর্ষ আটটি দল ওয়ার্ল্ডকাপে সরাসরি অংশ নেবে। আগামী ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে তা নির্ধারিত হবে। বাংলাদেশের বর্তমান অবস্থান সপ্তম। মাত্র ১ রেটিং পয়েন্ট এগিয়ে ছয়ে পাকিস্তান (৯৫)। আটে থাকা শ্রীলঙ্কার সংগ্রহ ৮৮। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ৯-এ ওয়েস্ট ইন্ডিজ। মোট ১০টি টিমকে নিয়ে হবে বিশ্বকাপের ১২তম আসর।

প্রসঙ্গত, চারটি টেস্ট খেলুড়ে দেশকে কোয়ালিফাইং টুর্নামেন্ট খেলতে হবে। তাই প্রথমবারের মতো বিশ্বকাপ মিস করবে অন্তত দু’টি টেস্ট খেলুড়ে দল। সম্প্রতি টেস্ট স্ট্যাটাস পাওয়ার গৌরব অর্জন করে আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। সাম্প্রতিক উজ্জ্বল পারফরম্যান্সে দু’দলই আইসিসি ওডিআই চ্যাম্পিয়নসশিপে উন্নীত হয়।

যেখান থেকে ৩০ সেপ্টেম্বরের র‌্যাংকিংয়ে শীর্ষ আটটি টিম সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আইসিসি ওডিআই চ্যাম্পিয়নসশিপ র‌্যাংকিংয়ের তলানির চারটি দলকে বাছাইপর্বের লড়াইতে নামতে হবে। তাদের সঙ্গী হবে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারটি টিম ও ২০১৮ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু’র দুই ফাইনালিস্ট।

অর্থাৎ, সর্বোচ্চ দু’টি সহযোগী টিমের বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে। তাই টেস্ট খেলুড়ে চারটি টিমের চ্যালেঞ্জটাও বেড়ে গেল।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ৮ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।