ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচ শুরু হতে বিলম্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচ শুরু হতে বিলম্ব বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচ শুরু হতে বিলম্ব। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের নিজেদের মধ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত প্রস্তুতি ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে।

অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে এক দল এবং সহ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে আরেক একাদশের মধ্যে বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে নয়টা থেকে তিনদিনের এ প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।

এই প্রস্তুতি ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ দলের চট্টগ্রাম ক্যাম্পের অনুশীলন পর্ব শেষ হবার কথা রয়েছে।

শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিনদিন ব্যাটিং-বোলিং অনুশীলন শেষে একদিনের বিরতির পর বুধবার সকাল থেকে প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।

ম্যাচটি উপলক্ষে সকালেই মাঠে উপস্থিত হন ক্রিকেটাররা। এসেই ওয়ার্মআপে নেমে পড়েন তারা। কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হলে তারা ড্রেসিং রুমে ফেরত যেতে বাধ্য হন।

বর্তমানে বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। ফলে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উইকেট ঢাকা রয়েছে ত্রিপলে।

ক্রিকেটারদের অধিকাংশই ড্রেসিংরুমে অবসর সময় কাটালেও কেউ কেউ ইনডোরে অনুশীলন করে সময় কাটাচ্ছেন।

দুই দলে যারা রয়েছেন:

তামিমের দল-তামিম, লিটন, মুমিনুল, সাব্বির, নাসির, তানভির, সানজামুল, তাসকিন, রাব্বি, সফিউল, মুস্তাফিজ, সাকলাইন।

মুশফিকের দল-মুশফিকুর রহিম, সৌম্য, ইমরুল, শান্ত, মাহমুদুল্লাহ, সোহান, তাইজুল, রুবেল, আল আমিন, শুভাসিশ, নাইম হাসান।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।