ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপিতে অনাগ্রহী অস্ট্রেলিয়া, ম্যাচ হতে পারে সিলেটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
বিকেএসপিতে অনাগ্রহী অস্ট্রেলিয়া, ম্যাচ হতে পারে সিলেটে

চট্টগ্রাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  শিডিউল অনুযায়ী প্রস্তুতি ম্যাচের ভেন্যু ছিল নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম।  কিন্তু জলাবদ্ধতার কারণে মাঠটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফলে সেখানে খেলা গড়ানো সম্ভব নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে বুধবার (৯ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ দল দুই ভাগ হয়ে তিনদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে।

এই প্রস্তুতি ম্যাচ দেখতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেছেন আকরাম খান।

খেলার এক ফাঁকে তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের।

আকরাম খান বলেন, ‘অস্ট্রেলিয়া দল চাচ্ছে প্রস্তুতি ম্যাচটি মিরপুরে হোক। কিন্তু এটা কোনভাবেই সম্ভব নয়। এটা হয় না। তিনদিনের জন্য টেস্ট ক্রিকেট রেডি করাটা খুব ডিফিকাল্ট। ’

‘আমরা ফতুল্লা-বিকেএসপি দুটি অপশন রেখেছিলাম। কিন্তু অস্ট্রেলিয়া দল বিকেএসপিতে যেতে চাচ্ছে না। কারণ সেখানে যেতে সময় বেশি লাগে। তবে আমরা আশ্বস্ত করেছি বিকেএসপিতে যেতে যতো সুযোগ-সুবিধা লাগে দেব। ’

তিনি বলেন, ‘অনেক খারাপ সময়ের মধ্যেও আমরা বড় বড় টুর্নামেন্ট আয়োজন করেছি। ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না। আমরা চেষ্টা করবো এক ঘণ্টার আগেই যেন অস্ট্রেলিয়া দলকে বিকেএসপিতে পৌঁছানো যায়। আমরা এটা নিয়ে কথা বলছি। কিন্তু ওরা এখনো চূড়ান্তভাবে কিছু জানায়নি।  ’ বলেন আকরাম খান

এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া দল বিকেএসপিতে যেতে অনাগ্রহ দেখালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু তালিকায় রাখা হতে পারে।  

এমন ইঙ্গিত দিয়ে আকরাম খান বলেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচের জন্য আরেকটা সুযোগ রেখেছি। সেটি হলো সিলেটে প্রস্তুতি ম্যাচ আয়োজনের। দুটি দলকে নিয়ে গিয়ে কয়েকদিন রেখে প্রস্তুতি ম্যাচটি আয়োজন করা যায় কিনা সেটা নিয়েও ভাবছি। ’

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।