ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জ্বললেন কেবল শফিউল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
জ্বললেন কেবল শফিউল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শফিউল ইসলামের বোলিং তোপের মুখে মাত্র ১৪০ রানেই শেষ হয়েছে মুশফিক একাদশের প্রথম ইনিংস। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা শফিউল একাই তুলে নিয়েছেন ৫ উইকেট।

মুশফিক একাদশের পড়া ৯ উইকেটের বাকি চারটির দুটি তুলে নিয়েছেন সঞ্জিত সাহা। একটি করে উইকেট পান মুস্তাফিজ ও তাসকিন।

মুশফিক একাদশের হয়ে একমাত্র অর্ধশতকটি করেন নাজমুল হোসাইন শান্ত। বাকিদের মধ্যে অধিনায়ক মুশফিক ৩০, তাইজুল ২৭, সোহান ১৬ ছাড়া বাকিদের কেউ দু’অংকের ঘরও পেরোতে পারেনি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ রানেই তিন উইকেট হারায় মুশফিক একাদশ। তিনটি উইকেটই তুলে নেন শফিউল।

এমন পরিস্থিতিতে দলকে পথ দেখিয়েছে নাজমুল হোসেন শান্ত আর অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট।  

অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের নিজেদের মধ্যে আয়োজিত প্রস্তুতি ম্যাচে টসে জিতে মুশফিকের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তামিম।

বুধবার (৯ আগস্ট) বেলা ১২টা ৪০ মিনিটে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় এই ম্যাচ।

বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টা বিলম্বে শুরু হওয়া এ ম্যাচে বল হাতে নিয়েই ধ্বংসযজ্ঞ চালান অনেকদিন ধরে আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকা শফিউল ইসলাম। নিজের দ্বিতীয় ওভারেই এক রানে ফেরান সৌম্য সরকারকে। এরপর পাঁচ রান করা ইমরুল কায়েস ফেরেন লিটন দাসকে ক্যাচ দিয়ে। অন্যদিকে রানের খাতা খোলার আগেই শফিউলের বলে বোল্ড হয়ে ফেরেন মাহমুদুল্লাহ।

এরপর শান্তকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক মুশফিকুর রহিম। দুজন মিলে ৭০ রানের জুটি গড়েন। দলীয় ৭৮ রানে সঞ্জিত সাহা মুশফিককে ফেরান। এর কিছুক্ষণ পর ব্যক্তিগত ৫৩ রানে একই বোলারের বলে সাজঘরে ফিরেন শান্তও। এরপরেই সোহান ও তাইজুলের ছোট দুটি ইনিংস।

শুরুর মতো শেষেও ধস নামান শফিউল। শেষের দিকে বোলিংয়ে এসে শুরুতেই ফেরান রুবেলকে। পরের ওভারে ফেরান তাইজুলকেও।

অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে এক দল এবং সহ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে আরেক একাদশের মধ্যে এই প্রস্তুতি ম্যাচ হচ্ছে।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে তামিমের দল। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছেন লিটন দাস।

এই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দলের চট্টগ্রাম ক্যাম্পের অনুশীলন পর্ব শেষ হবে।  শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা তিনদিন ব্যাটিং-বোলিং অনুশীলন শেষে একদিনের বিরতির পর বুধবার সকাল থেকে প্রস্তুতি ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

ম্যাচটি উপলক্ষে সকালেই মাঠে উপস্থিত হন ক্রিকেটাররা। এসেই ওয়ার্মআপে নেমে পড়েন তারা। কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হলে তারা ড্রেসিং রুমে ফিরে যেতে বাধ্য হন।

দুই দলে যারা রয়েছেন:

তামিমের দল: তামিম, লিটন, মুমিনুল, সাব্বির, নাসির, তানভির, সানজামুল, তাসকিন, রাব্বি, সফিউল, মুস্তাফিজ,  সঞ্জিত সাহা।

মুশফিকের দল: মুশফিকুর রহিম, সৌম্য, ইমরুল, শান্ত, মাহমুদুল্লাহ, সোহান, তাইজুল, রুবেল, আল আমিন, শুভাসিশ, সাকলাইন, নাইম হাসান।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।