ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলন করলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
অনুশীলন করলেন মাশরাফি অনুশীলন করলেন মাশরাফি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ ক্রিকেট দলের ফিটন্যাস ক্যাম্প শেষে কলকাতায় ‘সেরা বাঙালি ২০১৭’ পুরস্কার গ্রহণ করতে ভারত সফরে যান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে সেখান থেকে দেশে ফেরার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

রাজধানীর ‘অ্যাপোলো হাসপাতাল’ পর্যন্ত যেতে হয় তাকে। তবে পরীক্ষা-নিরীক্ষায় তেমন কিছু ধরা না পড়লে পরবর্তীতে বাসায় চলে আসেন তিনি।

কয়েকদিন বিশ্রাম করার পর নিজেকে স্বাভাবিক মনে হওয়ায় আজ থেকে আবারো অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল এখন চট্টগ্রামে ট্রেনিং ক্যাম্প করছে। তবে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না বলে ক্যাম্পের লিস্টে নাম থাকলেও কোচের সাথে পরামর্শের পর আর বন্দর নগরীতে পাড়ি জমাননি নড়াইল এক্সপ্রেস। জানা গেছে, জাতীয় দলের বাইরে মিরপুরে একাই অনুশীলন চালিয়ে যাবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।