নতুন বোলিংয়ে ঝড় তো দেখালেনই, শফিউল কারিশমা দেখালেন পুরনো বলেও। ফলাফল মাত্র ১৭ রানেই ৫ উইকেট।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন সেই স্বপ্নের কথা। তবে শফিউল উত্তর দিলেন একটু ঘুরিয়ে।
বললেন, ‘আমার কাজ আমি করেছি। বাকিটা টিম ম্যানেজম্যান্টের ওপর। টিম কম্বিনেশন অনুযায়ী যেটা ভালো হবে সেটাই হোক। ’
শফিউলের প্রথম ছয় ওভারের স্পেলটা এতোই ভয়ংকর ছিল যে মুশফিক একাদশ এক পর্যায়ে আট রানেই হারিয়ে ফেলে তিন উইকেট। তিনটি উইকেটই ছিল শফিউলের। পরে পুরনো বলে ফিরে এসে প্রথম ওভারেই ফেরান রুবেল হোসেনকে। পরের ওভারের প্রথম বলে এবার তার শিকার তাইজুল ইসলাম।
এতো ভালো বোলিংয়ের রহস্যটা কি জানতে চাইলে শফিউল বলেন, ‘অনেকদিন ধরে অনুশীলন করছি। বিশেষ করে নতুন বলে কাজ করেছি। তবে পুরনো বলেও কিছু কিছু কাজ করেছি। প্রস্তুতি ম্যাচে নতুন বল ইয়ুজ করার চেষ্টা করেছি। সেই অনুসারে ফল পেয়েছি। ’
প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং আত্মবিশ্বাস বাড়িয়েছে স্বীকার করে শফিউল বলেন, ‘যে ম্যাচেই খেলিনা কেনো ভালো করতে পারলে সামনের ম্যাচে তার প্রভাব পড়ে। ঠিক তেমনি প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করায় আমার আত্মবিশ্বাস বেড়েছে। ’
ফিটনেসের কারণে বারবার বাদ পড়েছেন শফিউল। একটানা খেলা হয়নি দীর্ঘসময়। তবে সেই পরিস্থিতি বদলেছে বলে মন্তব্য করেছেন শফিউল।
তিনি বলেন, ফিটনেস টেস্ট করার পর সবার ফিটনেস ভালো সেটা ধরা পড়েছে। আমিও ফিটনেসের উন্নতিতে কাজ করে যাচ্ছি। ’
শুধু বোলিং করে না গিয়ে-উইকেট কি চাচ্ছে সেই অনুযায়ীই বোলিং করার চেষ্টা করছেন জানিয়ে শফিউল বলেন, ‘আমি নিয়মিত শিখছি। শেখার অনেক কিছুই আছে। উইকেট কি চায় সে অনুযায়ী বোলিং করার চেষ্টা করছি। সুইমিংটাও খুব ভালো হচ্ছে। সবমিলিয়ে নিজের কাছেও ভালো লাগছে। ’
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
টিএইচ/টিসি