ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারও পিসিবির চেয়ারম্যান শেঠি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
আবারও পিসিবির চেয়ারম্যান শেঠি আবারও পিসিবির চেয়ারম্যান শেঠি-ছবি:সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নাজাম শেঠি। এর আগে চলতি মাসেই সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খানের মেয়াদ শেষ হয়। চলতি বছরের মে মাসে শাহরিয়ারের পরিবর্তে পিসিবির দায়িত্ব পালন করেছিলেন শেঠি।

শেঠি পাকিস্তান সুপার লিগ আয়োজনের নেপথ্যে কাজ করেছেন। পিএসএলের প্রধানের দায়িত্ব পালন করেছেন।

তার অধীনে ঘরোয়া টি-টোয়েন্টির দ্বিতীয় আসরটি সফলভাবে অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পিএসএলের ফাইনাল আয়োজন করা হয় লাহোরেই।  

বার্ষিক সাধারণ সভায় ৮ আগস্ট সর্বসম্মতিক্রমে পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হন শেঠি। আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। ভোটের সময় অন্য কোনো সদস্য চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেননি।

শেঠিকে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। বোর্ড অব গভর্নর্সের ১০ ভোটই পেয়ে পিসিবির চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন ৬৯ বছর বয়সী এই এই প্রভাবশালী কর্মকর্তা। এর আগে জাকা আশরাফের পরিবর্তে পিসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন শেঠি।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।