ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলংকাজয়ী দলটিই নামতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
শ্রীলংকাজয়ী দলটিই নামতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে! আকরাম খান

চট্টগ্রাম: অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে টেস্ট জয়ী স্কোয়াডটিই থাকতে পারে-এমন ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে বুধবার (৯ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ দল দুই ভাগ হয়ে তিনদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে।

এই প্রস্তুতি ম্যাচ দেখতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেছিলেন আকরাম খান।

খেলার এক ফাঁকে তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের।

আকরাম খানের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল-অনুশীলনে ব্যাটিংয়ের দিকে বেশি নজর দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দল কেমন হতে পারে?

এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, এটা নির্ভর করছে ওদের (অস্ট্রেলিয়ার) শক্তিমত্তার ওপর। তবে আমরা যেহেতু আমাদের লাস্ট টেস্ট আমরা জিতেছি শ্রীলংকার সঙ্গে। ইনশাআল্লাহ আমরা ওটা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। ’

শ্রীলংকাজয়ী সেই দলে ছিলেন, মুশফিক, তামিম, সৌম্য, ইমরুল, সাব্বির, সাকিব,  মোসাদ্দেক, মুস্তাফিজুর, তাইজুল, মিরাজ ও শুভাসিস।

চট্টগ্রাম পর্বের অনুশীলন নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত এই সাবেক অধিনায়ক।

বললেন, ‘একমাসের মতো কন্ডিশন ক্যাম্প করেছি। আল্লাহর রহমতে প্রতিটি ক্রিকেটারের ফিটনেস অনেক ভালো। তারপরেও আমাদের ব্যাটিং-বোলিংয়ের কম সুযোগ পেয়েছি। যেহেতু চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট। সেটিকে সামনে রেখে আমরা এখানে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করেছি। এখানে খুব ভালো ব্যাটিং-বোলিং হয়েছে। এটা সামনের সিরিজে বজায় রাখতে পারলে ভালো রেজাল্ট হবে বলে আশা করছি। ’

আকরাম খান কথা বললেন স্পিন বোলিং কোচ নিয়েও। অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ম্যাকগিলের প্রতি আগ্রহ দেখিয়েছে বিসিবি। তবে তিনি কখন আসবেন তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে আকরাম খান বলেন, ‘ওর একটা ক্লিয়ারেন্সের জন্য আমরা অপেক্ষা করছি। আমরাও চেষ্টা করছি যতো তাড়াতড়ি সম্ভব তাকে আনা যায়। তবে বলা যাচ্ছে না কখন আসবেন তিনি। তবে তিনি মোটামোটি আগ্রহী এখানে আসার ব্যাপারে। ’

জাতীয় দলের নির্বাচক পরিবর্তন হওয়ার খবরও বাতাসে বয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে আকরাম খান স্পষ্ট করে কিছু বলেন নি।

তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি। যেহেতু ফর‌ম্যাটটা গতবার থেকে অন্যরকম ছিল। এই কমিটিতে ম্যানেজার আছেন, কোচও আছেন। সবমিলিয়ে ৫-৬ জন কমিটিতে আছেন। আমরা চেষ্টা করছি আরও দুজনকেও রাখতে পারি। ’

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।