ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছিলেন উইকেটরক্ষক, কাজ করবেন ফিল্ডিং নিয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
ছিলেন উইকেটরক্ষক, কাজ করবেন ফিল্ডিং নিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রাড হ্যাডিন

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ঢাকায় পা রাখার আগে নিজেদের কোচিং স্টাফে রদবদল এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফিল্ডিং কোচ গ্রেগ ব্লেওয়েটের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রাড হ্যাডিন। ফিল্ডিংয়ের পাশাপাশি হ্যাডিন অজি ক্রিকেটারদের হাই-পারফরমেন্স দলের দিকেও খেয়াল রাখবেন।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ব্লেওয়েট ২০১৪ সাল থেকে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের সাথে কাজ করে আসছিলেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের এবং ঘরোয়া টি-টোয়েন্টির অন্যতম দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের দায়িত্ব পাওয়াতে জাতীয় দলের ফিল্ডিং কোচের পদ ছেড়েছেন ব্লেওয়েট।

এদিকে, ব্লেওয়েটের পদত্যাগে দায়িত্ব পান হ্যাডিন। ২০১৯ সাল পর্যন্ত তিনি দেশটির হাইপারফরমেন্স দলের সঙ্গে কাজ করবেন।  দায়িত্ব পাওয়ার সংবাদে তিনি জানান, ‘আমি অ্যান্ড্রু সাইমন্ডস, রিকি পন্টিংদের সময়ে বেড়ে উঠেছি। ব্যক্তিগতভাবে ফিল্ডিং নিয়ে কাজ করে তারা দলকে বিশ্বসেরা একটি দলে পরিণত করেছেন। তারা বিশ্বমানের ফিল্ডিংয়ের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে নতুন পরিচয় দিয়েছিল। দলের ফিল্ডিং ভালো না হলে ওরা ব্যাপারটি ব্যক্তিগতভাবে নিত এবং অন্যকে অনুপ্রাণিত করত সেই মানে উঠে আসতে। কাছ থেকে তাদের দেখেছি বিশ্বসেরা হতে। তারা নিজেদের ইচ্ছেতেই ফিল্ডিং নিয়ে কাজ করতেন। দলকে বিশ্বসেরা বানাতে ফিল্ডিংয়ের উন্নতি খুবই জরুরি। ’

তিনি আরও যোগ করেন, ‘আমার প্রথম কাজ হবে বর্তমান ক্রিকেটারদের সাথে ফিল্ডিং নিয়ে আলোচনা করা, তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা।  এই দলকে আমি সেই মানের উপযোগী করে তুলতে চাই এবং বিশ্বাস করি, সে সামর্থ্য তরুণ দলটির আছে। কাজটা কঠিন, তবে চ্যালেঞ্জটি নিতে আমি মুখিয়ে আছি। ’

অস্ট্রেলিয়ার জার্সিতে হ্যাডিন খেলেছেন ৬৬টি টেস্ট, ১২৬টি ওয়ানডে আর ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছিলেন ২০১৫’র ওয়ানডে বিশ্বকাপ জিতে। টেস্ট ও ওয়ানডে দুই ফরমেটেই তার নামের পাশে ৩ হাজারের বেশি রান।

দুর্দান্ত এই সাবেক ক্রিকেটারকে নিজের কোচিং গ্রুপে পেয়ে অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যান জানান, ‘ব্রাড ভালো ক্রিকেটার ছিল। তার ক্যারিয়ার ছিল অনেক উজ্জ্বল। সে আমাদের বর্তমান দলের পরিবেশকে আরও উন্নত করবে বলে আমার বিশ্বাস। তার মূল কাজ ফিল্ডিং নিয়ে হলেও দলের পারফরমেন্স আরও হাই করতে কাজ করবে। যেটা বেশ দক্ষতার সাথে করেছিল ব্লেওয়েট। আর যেহেতু ব্রাড দলের সেরা উইকেটরক্ষকদের একজন ছিল, তাই আমরা তাকে বর্তমান উইকেটরক্ষকদের নিয়েও কাজ করতে বলব। ’

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।