তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে দলে অবস্থানটা পাকাপোক্ত করতে একটি মানানসই ইনিংস দরকার ছিল তার। নিজেদের মধ্যে তিনদিনের প্রস্তুতি ম্যাচে সেই কাজটিই করলেন তিনি।
তামিম একাদশের হয়ে খেলছেন মুমিনুল হক। আগেরদিন অধিনায়ক তামিমের সঙ্গে অপরাজিত ১৯ রান করে দিন শেষ করেছিলেন মুমিনুল। বৃহস্পতিবার (১০ আগস্ট) সেটিকে ৭৩ রানে নিয়ে গিয়ে ফিরলেন সাকলাইন সজিবের বলে।
এক মুমিনুল ভালো করলেও বাকিরা তেমন সুযোগ করতে পারেনি। আগের দিন ২৩ রানে অপরাজিত থাকা তামিম আর মাত্র ৬ রান যোগ করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফিরেছেন।
চারে নেমে সুযোগ করতে পারেননি সাব্বির রহমানও। মাত্র ১০ রানে তাইজুলের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।
অন্যদিকে দীর্ঘদিন ধরে দলে নেই নাসির হোসাইন। তারও প্রমাণের দরকার ছিল। সেই লক্ষ্যেই এগোচ্ছেন দ্যা ফিনিশার খ্যাত এই ক্রিকেটার। ৩২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন তিনি। উইকেটে তার সঙ্গে আছেন তানভির।
লাঞ্চ বিরতির আগ পর্যন্ত তামিম একাদশের রান চার উইকেটে ১৬৪।
এর আগে বুধবার থেকে শুরু হওয়া তিনদিনের এই প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান করে মুশফিক একাদশ। মাত্র ১৭ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে মুশফিক একাদশের ইনিংসে ধস নামান শফিউল।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
টিএইচ/আইএসএ/টিসি