ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

একই দলে শচীন, লারা, ম্যাককালাম, ব্রেট লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
একই দলে শচীন, লারা, ম্যাককালাম, ব্রেট লি একই দলে শচীন, লারা, ম্যাককালাম, ব্রেট লি-ছবি:সংগৃহীত

শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ব্রেন্ডন ম্যাককালাম ও ব্রেট লি’দের নিয়ে নিজের সর্বকালের সেরা একাদশ গড়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিন। তার একাদশে নিজ দেশ ছাড়াও রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তারকারা।

২০০১ থেকে ২০১৩ পর্যন্ত কিউই জাতীয় দলে খেলেছেন বাঁহাতি ফ্র্যাঙ্কলিন। যেখানে ৩১ টেস্ট, ১১০ ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন।

তার দলের ওপেনিংয়ের ভার দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক, কিউই সাবেক ব্যাটসম্যান নাথান অ্যাস্টেলকে।

টপঅর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আছেন লিটল মাস্টার শচীন, ক্যারিবীয় তারকা লারা ও ভারতের রোহিত শর্মা। অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে অজি সাবেক তারকা অ্যান্ড্রু সায়মন্ডসকে। উইকেটরক্ষক ও অধিনায়কের দায়িত্বে আছেন ম্যাককালাম।  

দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন ভারতের হরভজন সিং। আর পেসারের ভূমিকায় আছেন অজি গ্রেট ব্রেট লি, মিচেল জনসন ও কিউই এক্সপ্রেস শেন বন্ড।

জেমস ফ্র্যাঙ্কলিনের সর্বকালের সেরা একাদশঃ অ্যালিস্টার কুক, নাথান অ্যাস্টেল, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রোহিত শর্মা, অ্যান্ড্রু সায়মন্ডস, ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হরভজন সিং, ব্রেট লি, মিচেল জনসন, শেন বন্ড।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।