ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জবাবটা দিয়ে রাখলেন নাসিরও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
জবাবটা দিয়ে রাখলেন নাসিরও তামিম একাদশের হয়ে খেলেন নাসির। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে নাসির হোসাইন। ইমার্জিং এশিয়া কাপ কিংবা জাতীয় লীগে ভালো করেও সুযোগ মিলছিল না। নাসির আরও একবার প্রমাণ করলেন। 

অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে চলমান তিনদিনের প্রস্তুতি ম্যাচে ভয়ডরহীন ক্রিকেটে খেললেন ৬২ রানের ইনিংস।

তামিম একাদশের হয়ে খেলছেন নাসির।

 বৃহস্পতিবার (১০ আগস্ট) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তানভির হায়দারকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে তুললেন ৬৫ রান।

এর আগে ৩২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান নাসির। লাঞ্চ বিরতি শেষে এসে যোগ করলেন আরও ৩০ রান। দলীয় ২১৪ রানে নাইম হাসানের বলে শর্ট ফাইন লেগে সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাসির।

নাসির আউট হলেও তানভির হায়দার খেলছেন দুর্দান্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৫ ওভারে তামিম একাদশের সংগ্রহ ৫ উইকেটে ২৩৯ রান।

এর আগে বুধবার থেকে শুরু হওয়া তিনদিনের এই প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান করে মুশফিক একাদশ। মাত্র ১৭ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে মুশফিক একাদশের ইনিংসে ধস নামান শফিউল।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।