ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এইচপি দলের কষ্টর্জিত জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এইচপি দলের কষ্টর্জিত জয় ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গতকাল বৃষ্টি বাধায় অসমাপ্ত অবস্থায় শেষ হওয়া ম্যাচটি ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও হাইপারফরমেন্স দলের মধ্যকার আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচ। তবে দু’দলের প্লেয়ারদের সিরিয়াসনেস দেখে কিন্তু সেটা একবারও মনে হয়নি। খেলা শেষ হতে তখন দুই ওভার বাকি। সাইফ হাসানদের দেয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল এইচপি দল। জয়ের জন্য তখন তাদের প্রয়োজন ৬ বলে ৭ রান। হাতে উইকেট আছে ১টি।

এইচপি ব্যাটসম্যান মেহেদি মারুফ এলেন স্কোরারের কাছে। জানতে চাইলেন, কত বলে কত রান প্রয়োজন।

চোখে মুখে তার জয়ের জন্য উৎকণ্ঠা। শেষ পর্যন্ত হবে কী না, এটা ভেবেই যেন তার শেষ।

শুধু মারুফই নন, প্রতিপক্ষ অ-১৯ অধিনায়ক সাইফ হাসানকেও দেখা গেল ফিল্ডিং করছেন আর এদিক ওদিক পায়চারি করছেন। আর স্নায়ুচাপে সাইড বেঞ্চে থাকা সাইফদের কোচ ডেমিয়েন রাইটও যেন বসতে পারছিলেন না।

অবশ্য মারুফের সেই উৎকণ্ঠা হতাশায় পরিণত হতে পারতো যদি ৪৯.৩ বলে কাজী অনিক নিহাদুজ্জামানের সহজ ক্যাচটি ফেলে না দিতেন। এরপর ৫০ তম ওভারে রবিউলের শেষ বলে নিহাদ ৬ মেরে দলকে ১ উইকেটের স্বস্তির জয় এনে দিলেন।

এইচপি দলের হয়ে জাকির হাসান ৫৮, মেহেদি মারুফ ২৭ ও নিহাদুজ্জামান খেলেছেন অপরাজিত ২৭ রানের ইনিংস। আর বল হাতে অ-১৯ দলের রবিউল ২টি এবং কাজী অনিক, মিশু, আফিফ, সাইফ ও সাইম, সাইফ ও আলিফ নিয়েছেন ১টি করে উইকেট।

এর আগে বুধবার (৯ আগস্ট) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে টস জিতে ব্যাটিংয়ে নামে অ-১৯ দল। অধিনায়ক সাইফ হাসানের ৮৯ ও উইকেটরক্ষক অঙ্কনের ৫৭ রানে ৩৫.৫ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ২০৯ রানের সংগ্রহ পায় টাইগার যুবারা।

তবে অ-১৯ দলের সংগ্রহ ২০৯ হলেও দুই দলের কোচ মিলে নতুন লক্ষ্য নির্ধারণ করেন ২৪০ রান।  আর সেই লক্ষে খেলতে নামলে গতকাল দু’তিনবার বৃষ্টি হানা দেয়ায় ম্যাচ অসমাপ্ত রেখে বৃহস্পতিবার থেকে শুরু করা হয়।

বল হাতে এইচপি দলের হয়ে এবাদত হোসেন ৪টি এবং আবু হায়দার রনি ও ইমরান আলী নিয়েছেন ১টি করে উইকেট।

আগামী ১৩, ১৬ ও ১৯ আগস্ট বিকেএসপিতে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার আনুষ্ঠানিক তিনটি প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।