ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে ভালো খেলতে হবে এরকম কিছু মাথায় ছিল না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
প্রস্তুতি ম্যাচে ভালো খেলতে হবে এরকম কিছু মাথায় ছিল না নাসির হোসাইন। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: অনেকদিন ধরে দলের বাইরে। সামনে আসছে অস্ট্রেলিয়া। নিজেদের মধ্যে চলমান তিনদিনের প্রস্তুতি ম্যাচে নাসির হোসাইনের দেখিয়ে দেওয়ার সুযোগ ছিল। সেটিই করলেন তিনি। খেলেছেন ৬২ রানের দুরন্ত ইনিংস। বেশ কয়েকটি চারের সঙ্গে মেরেছেন তিনটি বড় ছক্কাও।সবমিলিয়ে যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ছিলেন বেশ সাবলিল।

তবে এতো ভালো ইনিংসের পরেও নাসির হোসাইনের বলছেন, ‘প্রস্তুতি ম্যাচে ভালো খেলতে হবে এরকম কিছু মাথায় ছিল না। জাস্ট ক্রিকেটটা এনজয় করতে চেয়েছিলেন তিনি।

সেটি এনজয় করতে করতে এই ইনিংস হয়ে গেল। ’

বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা আগেই শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। খেলে শেষে ড্রেসিংরুমের সামনেই মুখোমুখো হলেন গণমাধ্যমের।

নাসিরের কাছে জানতে চাওয়া হলো-প্রস্তুতি ম্যাচে ভালো করার পর কেমন মনে হচ্ছে? এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘তেমন কিছু মনে হচ্ছে না। এটা একটা প্রস্তুতি ম্যাচ। আমি অনেকদিন টেস্ট ম্যাচ খেলিনি। আমি চেষ্টা করেছি এখানে ইনিংস বড় করার। হয়তো আরও বড় করা যেত। ’

প্রস্তুতি ম্যাচে ভালো করার পরিকল্পনা ছিল নাকি এর উত্তরে নাসির হোসাইনের শান্ত জবাব, ‘প্রস্তুতি ম্যাচে ভালো করতে হবে এরকম কিছু মাথায় ছিল না। আমি চেয়েছি খেলাটাকে এনজয় করতে। অনেকদিন পর লাল বলে খেলেছি। আমি খুব এনজয় করেছি। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।