ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সবার জীবনে আপ-ডাউন থাকে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
‘সবার জীবনে আপ-ডাউন থাকে’ নাসির হোসাইন। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: একসময়ের বাংলাদেশ একাদশ তাকে ছাড়া ভাবাই যেত না।সেটা হোক টেস্ট কিংবা ওয়ানডে বা টি-টোয়েন্টি।গাল ভরা নাম জুটেছিল ‘দ্যা ফিনিশার’।কিন্তু সেই নাসির হোসাইন এখন দলেই নেই অনেকদিন ধরে।

জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ, এশিয়ান ইমার্জিং কাপে ভালো করেও দলে ফেরা হয়নি তার। সামনে আসছে অস্ট্রেলিয়া।

দুই টেস্টের দলে সুযোগ মিলবে কিনা তাও কোটি টাকার প্রশ্ন। তবে তার আগে নিজের কাজটা করে রেখেছেন নাসির হোসাইন। নিজেদের মধ্যে চলমান তিনদিনের প্রস্তুতি ম্যাচে খেললেন ৬২ রানের ঝলমলে ইনিংস।

দলে সুযোগ না পাওয়ায় হতাশ হলেও সেটা নিজের ভেতর পুষিয়ে রেখেছেন নাসির হোসাইন। বৃহস্পতিবার দিনশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েও স্বভাবজাত হাসি-খুশিতে মাতিয়ে রাখলেন সারাক্ষণ।

দল থেকে বাদ পড়ার এ পর্যন্ত কি কি শিখলেন এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে বললেন, ‘এই যে আগে আপনারা ইন্টারভিউ নিতেন না। এখন নেন। ’ সংবাদ সম্মেলনজুড়ে তখন হাসির রোল।

সেই হাসি থামিয়ে নাসির হোসাইনের জবাব, ‘আসলে পরিবর্তন বলতে কিছু নেই। মানুষের লাইফে আপ-ডাউন থাকে। যেহেতু প্লেয়ার হয়ে জন্ম নিয়েছি আমার জীবনে তা আরো বেশি থাকবে। ভালো সময় যাবে, খারাপ সময় যাবে। সেটি মানিয়ে নিতে হবে। ’

‘আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে মানসিকভাবে স্টং থাকলে এসব মানিয়ে নেওয়া এতো কঠিন না। ইনশাআল্লাহ আমি মানসিকভাবে স্টং আছি। ’-নরম গলায় বললেন নাসির হোসাইন।

জাতীয় কিংবা প্রিমিয়ার লিগে এক-দুজন ভালো বোলার থাকে। কিন্তু এই প্রস্তুতি ম্যাচে প্রায় সবাই জাতীয় দলের বোলার। তাদের বিপক্ষে ৬২ রানের ইনিংস খেলতে পারাটা কি বড় কিছু-এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, যেখানেই খেলিনা কেনো আপনাকে কন্ডিশন বুঝতে হবে। ঘরোয়া লিগে ২০০ রান করেছি-তা অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে। কারণ উইকেটে ঘাস ছিল। ফলে খেলাটাও কঠিন ছিল। এখানে জাতীয় দলের বোলারদের বিপক্ষে ভালো করেছি। তাদের বিপক্ষে ভালো করলে ভালো লাগে। ’

দুর্দান্ত খেলতে থাকা নাসিরকে থামিয়েছেন ঘরের ছেলে নাইম হাসান।

নাইম হাসানের অফ স্পিন কি খেলতে খুব কঠিন মনে হয়েছে এমন প্রশ্নের জবাব দিলেন এভাবে, ‘নাইম খুব ভালো অফ স্পিনার। তাকে ইমার্জিং কাপ থেকে দেখছি। সে খুব ভালো বল করে। ’

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।