ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি না হওয়ায় আফসোস নাসিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
সেঞ্চুরি না হওয়ায় আফসোস নাসিরের নাসির হোসাইন। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: জাতীয় দলের নিয়মিত সদস্যদের অনেকেই যেখানে ব্যর্থ সেখানে দীর্ঘদিন দলের বাইরে থাকা নাসির হোসাইন খেললেন ৬২ রানের ইনিংস। তবে এতেও দুঃখটা যাচ্ছে না দ্যা ফিনিশারের। দিনের শেষে আফসোস ঝরেছে-ইনিংসটাকে আরও দীর্ঘ করতে না পারায়, সেঞ্চুরিটা না হওয়ায়।

নাসির হোসাইন বলেছেন, ‘ইনিংসটা বড় করতে পারলে ভালো লাগতো। ইনিংসটা আরও বড় করতে পারতাম।

কিন্তু আউট হয়ে গেছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যতই বেশি সময় ধরে খেলতে পারবো ততই আমার ইমপ্রুভ হবে। সেঞ্চুরিটা হলে খুব ভালো লাগতো। ’

এই ইনিংসের পরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে নাসির হোসাইন সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ তিনি যে পজিশনে খেলেন সেখানে চলে এসেছেন মোসাদ্দেক হোসেন। ফলে প্রতিযোগিতাটা বেড়েছে।

তবে এটিকে ইতিবাচকভাবে নিচ্ছেন নাসির হোসাইন।

বলেন, কম্পিটিশন থাকাটা অবশ্যই ভালো। কম্পিটিশন থাকলে বুঝতে হবে আমার খেলাধুলায় কোনো ল্যাকিং আছে। এটা আমার ক্ষেত্রে হোক বা অন্যের ক্ষেত্রে হোক। এই কম্পিটিশন থাকা ভালো। আগে এটা ছিল না। এখন আছে-তার মানে বুঝতে হবে আমাদের ক্রিকেটের ইমপ্রুভ হয়েছে। ’

এই প্রতিযোগিতা থাকায় ক্রিকেটারদের মধ্যে কঠোর পরিশ্রমের মাত্রা বেড়েছে এমন ইঙ্গিত দিয়ে নাসির হোসাইন বলেন, ‘এই কম্পিটিশন থাকায় ন্যাশনাল টিমের যারা পারমানেন্ট ক্রিকেটার তারাও বেশি হার্ড ওয়ার্ক করছে। এটা দলের জন্য ভালো। ’

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।