নাসির হোসাইন বলেছেন, ‘ইনিংসটা বড় করতে পারলে ভালো লাগতো। ইনিংসটা আরও বড় করতে পারতাম।
এই ইনিংসের পরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে নাসির হোসাইন সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ তিনি যে পজিশনে খেলেন সেখানে চলে এসেছেন মোসাদ্দেক হোসেন। ফলে প্রতিযোগিতাটা বেড়েছে।
তবে এটিকে ইতিবাচকভাবে নিচ্ছেন নাসির হোসাইন।
বলেন, কম্পিটিশন থাকাটা অবশ্যই ভালো। কম্পিটিশন থাকলে বুঝতে হবে আমার খেলাধুলায় কোনো ল্যাকিং আছে। এটা আমার ক্ষেত্রে হোক বা অন্যের ক্ষেত্রে হোক। এই কম্পিটিশন থাকা ভালো। আগে এটা ছিল না। এখন আছে-তার মানে বুঝতে হবে আমাদের ক্রিকেটের ইমপ্রুভ হয়েছে। ’
এই প্রতিযোগিতা থাকায় ক্রিকেটারদের মধ্যে কঠোর পরিশ্রমের মাত্রা বেড়েছে এমন ইঙ্গিত দিয়ে নাসির হোসাইন বলেন, ‘এই কম্পিটিশন থাকায় ন্যাশনাল টিমের যারা পারমানেন্ট ক্রিকেটার তারাও বেশি হার্ড ওয়ার্ক করছে। এটা দলের জন্য ভালো। ’
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
টিএইচ/টিসি