ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মান বাঁচানোর ম্যাচে লঙ্কান দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
মান বাঁচানোর ম্যাচে লঙ্কান দলে পরিবর্তন দুশমান্থা চামিরা ও লাহিরু গ্যামেজ/ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে শ্রীলঙ্কার সামনে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। মান বাঁচানোর ম্যাচ ‍সামনে রেখে দলে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। তৃতীয় ও শেষ টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন দু’জন।

পেসার দুশমান্থা চামিরা ও লাহিরু গ্যামেজ যুক্ত হয়েছেন। ৫টি ওয়ানডে খেলা ২৯ বছর বয়সী গ্যামেজের এখনো টেস্ট অভিষেক হয়নি।

শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৫ সালের জুলাইয়ে। অন্যদিকে, সবশেষ গত বছরের ডিসেম্বরে সাদা জার্সিতে মাঠে নেমেছিলেন চামিরা। বাদ পড়েছেন গল টেস্ট (প্রথম) খেলা দানুস্কা গুনাথিলাকা। ইনজুরির কারণে নেই নুয়ান প্রদীপ। বিশ্রামে অভিঙ্গ রঙ্গনা হেরাথ।

শনিবার (১২) সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। গলে ৩০৪ রানের বিশাল ব্যবধানে হারের পর কলম্বোতে ইনিংস ব্যবধানে ধরাশায়ী লঙ্কানদের সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

শ্রীলঙ্কা স্কোয়াড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিড়ু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরঞ্জন ডিকভেলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, লাহিড়ু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুশমান্থা চামিরা, লাহিড়ু গ্যামেজ, লক্ষণ সান্দাকান, মালিন্ডা পুষ্পকুমারা।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।