ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন মুখ নিয়ে ডে-নাইট টেস্টে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
নতুন মুখ নিয়ে ডে-নাইট টেস্টে ইংল্যান্ড মার্ক স্টোনম্যান ও ম্যাসন ক্রেন/ছবি: সংগৃহীত

গোলাপি বলে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে নতুন মুখ দু’জন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ (৩-১) জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ইংলিশরা। 

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় সারে ওপেনার মার্ক স্টোনম্যান। দু’টি টি-টোয়েন্টি খেলা হ্যাম্পশায়ারের ২০ বছর বয়সী তরুণ লেগস্পিনার ম্যাসন ক্রেন টেস্টে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন।

পোটিয়াদের বিপক্ষে প্রথম দু’টি টেস্ট খেলা লিয়াম ডসনের জায়গায় ম্যাসনকে বেছে নিয়েছেন নির্বাচকরা।

প্রোটিয়াদের বিপক্ষে ফর্মহীনতায় লড়াই করা কিটন জেনিংসের পরিবর্তে কাউকে দলে নেওয়াটা নিশ্চিতই ছিল। ওপেনিংয়ে অ্যালিস্টার কুকের সঙ্গী হিসেবে স্টোনম্যানের পারফরম্যান্স কেমন হবে সেটিই এখন দেখার বিষয়! ইনজুরি কাটিয়ে ফিরেছেন চ্যাম্পিয়নস ট্রফি মিস করা অলরাউন্ডার ক্রিস উকস।

আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট) ডে-নাইট টেস্ট মাঠে গড়াবে। বার্মিংহামের এজবাস্টনে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

প্রথম টেস্টের ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, ম্যাসন ক্রেন, ডেভিড মালান, টবি রোল্যান্ড-জোনস, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, টম ওয়েস্টলি, ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।