ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকা-সিলেট ম্যাচ দিয়ে বিপিএলের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
ঢাকা-সিলেট ম্যাচ দিয়ে বিপিএলের উদ্বোধন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আনুষ্ঠানিকভাবে এখনো বিপিএলের এবারের আসরের সূচি ঘোষণা করা হয়নি। বরিশাল বুলসকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ায় আরও বিলম্বিত হতে পারে। তবে শোনা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সুরমা সিক্সার্স।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাত দিয়ে উদ্বোধনী ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমে এমন খবরই প্রকাশিত হচ্ছে। আর্থিক শর্তাবলী লঙ্ঘন করার দায়ে দু’দিন আগে বরিশাল বুলসকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিপিএল গভর্নিং কাউন্সিল।

তাই শিরোপা লড়াইয়ে দলের সংখ্যা কমে দাঁড়িয়েছে সাতটিতে।

আগামী ২ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে। টুর্নামেন্ট শুরু হতে এখনো দুই ‍মাসের অধিক সময় বাকি। জানা যায়, ইতোমধ্যেই একটি পূর্ণাঙ্গ সূচি তৈরি করা হয়েছে।

কিন্তু বরিশাল বাদ পড়ায় সাতটি টিম নিয়ে নতুন করে ম্যাচ শিডিউল করতে হচ্ছে কমিটিকে। সব ঠিকঠাক হওয়ার পরই অফিসিয়ালি তা প্রকাশ পাবে। আগামী ১৬ সেপ্টেম্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। এবার একাদশে পাঁচজন বিদেশি খেলানোর সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।