ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ দিনের প্রস্তুতিতে ‘জল ঢালছে’ বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
শেষ দিনের প্রস্তুতিতে ‘জল ঢালছে’ বৃষ্টি বৃষ্টিতে বিঘ্নিত প্রস্তুতি ম্যাচ

চট্টগ্রাম: প্রস্তুতি ম্যাচের প্রথম দুইদিনও বাগড়া দিয়েছিল বৃষ্টি। শেষদিনও বৃষ্টি তার দাপট বজায় রাখলো। টানা বৃষ্টির কারণে শেষদিন (শুক্রবার) খেলা মাঠে গড়াবে কিনা তাও প্রশ্ন তৈরি করে দিল।

ফলে তামিম একাদশের প্রস্তুতিটা বেশ ভালোভাবে হলেও মুশফিক একাদশের প্রস্তুতিতে পড়েছে ভাটা। বিশেষ করে খেলা না হলে সৌম্য সরকার-মাহমুদুল্লাহর প্রস্তুতিতে ধস নামবে।

কারণ প্রথম ইনিংসে এ দুজন ফ্লপ ছিলেন। তাই দ্বিতীয় ইনিংসে প্রমাণের সুযোগ ছিল। কিন্তু বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি এখনও বজায় থাকায় শেষদিন খেলা হবে কিনা তা এখন কোটি টাকার প্রশ্ন।

এর আগে দ্বিতীয়দিনও বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা আগে খেলা শেষ হয়ে যায়। এদিন পাঁচ ওভার ব্যাট করার সুযোগ পায় মুশফিক একাদশ। ইমরুল কায়েসের উইকেট হারিয়ে ২৪ রান তোলে তারা। সৌম্য সরকার ৯ রানে ও নাজমুল হোসাইন শান্ত ৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন।

তৃতীয় দিন নির্ধারিত সময়েই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান ক্রিকেটাররা। কিন্তু বৃষ্টির কারণে তারা মাঠে নামতেই পারেননি। ফলে তাদের অবসর সময় কাটছে ড্রেসিংরুমে বসেই। তবে কেউ কেউ আবার স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করছেন।

প্রথম ইনিংসে মুশফিক একাদশের ১৪০ রানের বিপরীতে তামিম একাদশ তাদের প্রথম ইনিংস শেষ করে ২৮৩ রানে। দলের হয়ে মুমিনুল, নাসির ও তানভির হাকান হাফ সেঞ্চুরি।

শুক্রবার (১১ আগস্ট) ছিল প্রস্তুতি ম্যাচের শেষদিন। এর মধ্যে দিয়েই টাইগারদের এক সপ্তাহের চট্টগ্রাম পর্বের অনুশীলন ক্যাম্প শেষ হবে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।