ফলে তামিম একাদশের প্রস্তুতিটা বেশ ভালোভাবে হলেও মুশফিক একাদশের প্রস্তুতিতে পড়েছে ভাটা। বিশেষ করে খেলা না হলে সৌম্য সরকার-মাহমুদুল্লাহর প্রস্তুতিতে ধস নামবে।
এর আগে দ্বিতীয়দিনও বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা আগে খেলা শেষ হয়ে যায়। এদিন পাঁচ ওভার ব্যাট করার সুযোগ পায় মুশফিক একাদশ। ইমরুল কায়েসের উইকেট হারিয়ে ২৪ রান তোলে তারা। সৌম্য সরকার ৯ রানে ও নাজমুল হোসাইন শান্ত ৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন।
তৃতীয় দিন নির্ধারিত সময়েই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান ক্রিকেটাররা। কিন্তু বৃষ্টির কারণে তারা মাঠে নামতেই পারেননি। ফলে তাদের অবসর সময় কাটছে ড্রেসিংরুমে বসেই। তবে কেউ কেউ আবার স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করছেন।
প্রথম ইনিংসে মুশফিক একাদশের ১৪০ রানের বিপরীতে তামিম একাদশ তাদের প্রথম ইনিংস শেষ করে ২৮৩ রানে। দলের হয়ে মুমিনুল, নাসির ও তানভির হাকান হাফ সেঞ্চুরি।
শুক্রবার (১১ আগস্ট) ছিল প্রস্তুতি ম্যাচের শেষদিন। এর মধ্যে দিয়েই টাইগারদের এক সপ্তাহের চট্টগ্রাম পর্বের অনুশীলন ক্যাম্প শেষ হবে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
টিএইচ/আইএসএ/টিসি