ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত, ম্যাচ ড্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত, ম্যাচ ড্র বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

চট্টগ্রাম: বৃষ্টির কারণে বাংলাদেশ দলের নিজেদের মধ্যে অনুষ্ঠেয় তৃতীয় অর্থাৎ শেষ দিনের খেলা মাঠেই গড়াতে পারেনি। ফলে এদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে ড্র'র মধ্যে দিয়েই শেষ হয়েছে মুশফিক ও তামিম একাদশের এই তিনদিনের প্রস্তুতি ম্যাচ।

শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকে খেলোয়াড়রা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসলেও বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেননি তারা। ড্রেসিংরুমে আর পাশের মসজিদে জুমার নামাজ আদায় করেই তাদের সময় কেটেছে।

টানা বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ানোয় এদিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আম্পায়ার আরিফুল ইসলাম।

এদিকে বৃষ্টির কারণে ক্রিকেট খেলতে না পারলেও দুপুর দুইটার দিকে সবাই ফুটবল খেলতে মাঠে নেমেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।