তবে সাব্বির রহমানের পুরনো অভ্যাস-‘মেরে খেলা’ টেস্টেও বাদ যায়নি। কিন্তু টেস্ট মানে তো মেরে খেলা নয়।
তাই সাব্বির প্রস্তুতি নিচ্ছেন টেস্ট মেজাজে নিজেকে গড়ে তোলার। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেটাই বললেন সাব্বির।
তিনি বলেন, ‘আমি টেস্টের জন্য নিজের টেকনিক নিয়ে কাজ করছি। তবে আমি ওটা এখনও অ্যাপ্লাই করিনি। ইনশাআল্লাহ যতো তাড়াতাড়ি সেটি কাভার করতে পারবো-নিজের জন্য লাভ। ’
সেই ‘স্পেশাল টেকনিকটা’ কি? বলা যাবে-এমন প্রশ্নের উত্তরে সাব্বিরের জবাব, ‘চেষ্টা করছি কিভাবে বল রান করা যায়। কিভাবে বল ধরা যায়। সামনে-পেছনে দুটো বল ত্রু ডাউন করছি। এই ত্রু ডাউনটাই ইম্পর্টেন্ট। সামনে বল কিভাবে, পেছনে বল কিভাবে অ্যাডজাস্ট করা যায় সেটি শিখছি। অর্থাৎ কিভাবে বল ছাড়তে হয়, কিভাবে ধৈর্য্য নিয়ে খেলতে হয় তা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। ’
প্রাথমিকভাবে একমাসের জন্য বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন মার্ক ও’নিল।
তিনি কোনো সুনির্দিষ্ট সাজেশন দিয়েছেন কিনা এমন প্রশ্নে সাব্বির বললেন, না এখনও তেমন কোনো সাজেশন দেননি। তিনি নরমাল কিছু টেকনিক সমস্যা নিয়ে কাজ করেছেন। ব্যাটের গ্রিপ নিয়ে। সামনের বল, পেছনের বল কিভাবে ফেস করতে হয় তা নিয়ে কাজ করছি। ধৈর্য্য, দায়িত্ব নিয়ে কিভাবে লম্বা ইনিংস খেলা যায় তা নিয়ে ওনার সঙ্গে কাজ করছি। ’
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
টিএইচ/আইএসএ/টিসি